বিরাট ধামাকা সরকারি কর্মীদের জন্য, নভেম্বরে একলাফে বাড়বে বেতন, দিওয়ালির পরেই মিলবে ভালো খবর

দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। চলতি সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্যতা ত্রাণ বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসেই মিলবে বর্ধিত টাকা।

Parna Sengupta | Published : Oct 20, 2024 8:08 AM IST
110

উৎসবের মরসুমে বড় স্বস্তি পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।

210

চলতি সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হয়েছেন প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী।

310

সরকার তরফে যে ডিএ বেড়েছে তা পাওয়া যাবে ১ জুলাই থেকে। চাকুরিরত এবং পেনশন ভোগীদের জন্য অর্থাৎ ডিএ ও ডিআর দুই-ই বৃদ্ধি করা হয়েছে।

410

আগেই হাফ সেঞ্চুরি হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হার বেড়ে হয়েছে ৫৩ শতাংশ।

510

ওদিকে সরকারের এই সিদ্ধান্তের ফলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর অর্থাৎ এই তিন মাসের এরিয়ার পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

610

উৎসবের মধ্যেই ডিআর এর এরিয়ার পাবেন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাও। ফলে পকেটে আসবে মোটা টাকা। এর আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র।

710

সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছয়। আর এবারে মহার্ঘভাতা বেড়ে হচ্ছে ৫৩ শতাংশ। গত ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে।

810

প্রসঙ্গত, নিয়ম করে বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য কেন্দ্রীয় কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

910

অর্থাৎ অক্টোবর মাসের বেতনের পাশাপাশি কর্মচারীদের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়াও মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের।

1010

এদিকে এবার অষ্টম পে কমিশনের দাবি জানাচ্ছেন সরকারি কর্মীরা। ২০২৬ সাল থেকে তা প্রযোজ্য হওয়ার কথা। তবে অষ্টম পে কমিশন নিয়ে এখনও কিছু জানানো হয়নি সরকার তরফে।

Share this Photo Gallery
click me!

Latest Videos