মসনদে মোদী, ৮৫০০ সাক্ষীর সামনে শপথ, ফের রেকর্ড

  • মসনদে চড়া হয়ে গিয়েছে।
  • মুকুট পরা এখন স্রেফ কিছু সময়ের অপেক্ষা।
  • নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফার অভিষেকের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। 
arka deb | Published : May 30, 2019 3:31 AM IST

মসনদে চড়া হয়ে গিয়েছে। মুকুট পরা এখন স্রেফ কিছু সময়ের অপেক্ষা। নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফার অভিষেকের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। 

জানা যাচ্ছে, আট হাজার অভ্যাগতকে সাক্ষী রেখে দ্বিতীয় বার শপথ নেবেন নরেন্দ্র মোদী বৃস্পতিবার সন্ধে সাতটায়। রাষ্ট্রপতি ভবন চত্বরে সেই উপলক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। ২০১৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে রাজ অভিষেক হয়েছিল নরেন্দ্র মোদীর। সেবার অভ্যাগতের সংখ্যা ছিল ৩৫০০। উপস্থিত ছিলেন সার্ক দেশগুলির প্রতিনিধিরা। মোদীর আগে চন্দ্রশেখর ১৯৯০ সালে এবং অটলবিহারী বাজপেয়ী ১৯৯৯ সালে রাষ্ট্রপতি ভবনের অঙ্গনে শপথ গ্রহণ করেছিলেন।

Latest Videos

প্রসঙ্গত এবার শপথ গ্রহণে ডাকা হয়েছে বিমস্টেক দেশগুলিক প্রতিনিধিদের। বাংলাদেশ মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যাণ্ড, নেপাল, ভূটান থেকে আসছেন অভ্যাগতরা। 

নিমন্ত্রিত দেশের প্রধান বিরোধী মুখগুলিও। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর চন্দ্রশেখর রাও-দের আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। ডাকা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেও । তবে তিনি অনুষ্ঠানে যাচ্ছে না।

৩০৩ টি আসনে জয়লাভ করে আজ ক্ষমতার শীর্ষে আরোহণ করছে গেরুয়া বাহিনী। এবার লোকসভায় তেলেঙ্গানা ও বাংলার গেরুয়াকরণ চোখে পড়বে সবচেয়ে বেশি। 
 

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর