২৪-এ ফের প্রধানমন্ত্রী হবেন মোদী! দাপটের সঙ্গে দাবি রাহুলের, কংগ্রেস নেতার ভাষণে তাজ্জব দেশ

Published : May 23, 2024, 11:53 AM ISTUpdated : May 23, 2024, 12:04 PM IST
RAHUL GANDHI ON PUNE

সংক্ষিপ্ত

মোদীই প্রধানমন্ত্রী হবেন! তাও আবার নিজের মুখে বললেন রাহুল গান্ধি, ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল

মোদীই প্রধানমন্ত্রী হবেন! তাও আবার নিজের মুখে বললেন রাহুল গান্ধি। এই ভিডিও দেখেই তোলাপড় সমাজমাধ্যম। কিন্তু কীভাবে সম্ভব হল এই ঘটনা?

একটি প্রচার সভায় ভাষণ দেওয়ার সময়ের একটি ৫৬ সেকেন্ডের ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে রাহুকে বলতে শোনা গিয়েছে যে," ৪ জুন, ২০২৪-এ নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন।” ক্লিপটি শেয়ার করে তার ক্যাপশনে লেখা হয়েছে আজকের ব্রেকিং নিউজ। ব্যাস এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় হয়ে গিয়েছে সামাজিক মাধ্যম।

কীভাবে কংগ্রেস নেতা মোদীকে নিয়ে এই কথা বললেন তা শুনে রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। পরে পরীক্ষা করে দেখা গিয়েছে যে ভাইরাল ভিডিও ক্লিপটি ডিজিটালি পরিবর্তিত। ভালভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই ভিডিওটি সূক্ষ্ম ভাবে এডিট করা হয়েছে।

 

 

রাহুলের আসল ভিডিওটি ১০ মে ২০২৪ তারিখে ভারতীয় জাতীয় কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা আসল ভিডিওটি পাওয়া গিয়েছে যেখানে কংগ্রেস নেতা বলেছেন, "আমাকে এমন কিছু বলতে দিন যা মূলধারার মিডিয়া আপনাকে কখনও বলবে না। ৪ জুন, ২০২৪-এ নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবস্থান টিকিয়ে রাখতে পারবেন না। এটা লিখে রাখুন।”

পরে অবশ্য জাতীয় কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও যে মিথ্যা তার প্রমাণ দেওয়া হয়। আসল ভিডিওটির পাশাপাশি নকল ভিডিওটি শেয়ার করা হয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে।

PREV
click me!

Recommended Stories

যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি
কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি