সম্প্রীতির রাখী, আব্বাস নকভির হাতে রাখি পরালেন সাধ্বী নিরঞ্জন

Published : Aug 22, 2021, 12:30 PM IST
সম্প্রীতির রাখী, আব্বাস নকভির হাতে রাখি পরালেন সাধ্বী নিরঞ্জন

সংক্ষিপ্ত

সাধ্বী নিরঞ্জন রাখি পরালেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য মুখতার আব্বাস নকভিকে।শনিবার নকভির নয়াদিল্লির বাসভবনে গিয়ে তাঁকে রাখি

রবিবার ঘরে ঘরে ভাই বোনের উৎসব। রবিবার রাখি বন্ধন উৎসব পালন করছেন প্রতি ভাইবোন। সম্প্রীতির সুতোয় বাঁধা পড়ছে এই মধুর সম্পর্ক। বরাবর মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে আসা সাধ্বী নিরঞ্জন রাখি পরালেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য মুখতার আব্বাস নকভিকে।

 

শনিবার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মন্ত্রী (Minority Affairs Minister) মুখতার আব্বাস নকভির(Mukhtar Abbas Naqvi) নয়াদিল্লির বাসভবনে গিয়ে তাঁকে রাখি পরান উপভোক্তা বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী(Union Minister of State of Consumer Affairs) সাধ্বী নিরঞ্জন (Sadhvi Niranjan Jyoti)। তবে উৎসবের শেষ হল মিষ্টিমুখের মাধ্যমে। সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে উপহারও দেন দাদা নকভি। 

রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। বোনেরা ভাই বা দাদার হাতে পরিয়ে দিচ্ছে রাখি। সেই রাখি উৎসবেরই মধুর ছবি দেখা গেল নকভির বাড়িতে। মুখ মিষ্টি করার সময় নিরঞ্জন জ্যোতি শুভেচ্ছা জানান নকভিকে। 
 

PREV
click me!

Recommended Stories

ছোট-ছোট কয়েকটি ইঙ্গিত পেলেই বুঝতে পারবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটার হ্যাক হয়েছে
২০২৫ সালে Google-এ সবচেয়ে বেশি 'সার্চ' করা হয়েছে ভারতের এই শহর, নাম জানলে চমকে উঠবেন