সম্প্রীতির রাখী, আব্বাস নকভির হাতে রাখি পরালেন সাধ্বী নিরঞ্জন

সাধ্বী নিরঞ্জন রাখি পরালেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য মুখতার আব্বাস নকভিকে।শনিবার নকভির নয়াদিল্লির বাসভবনে গিয়ে তাঁকে রাখি

রবিবার ঘরে ঘরে ভাই বোনের উৎসব। রবিবার রাখি বন্ধন উৎসব পালন করছেন প্রতি ভাইবোন। সম্প্রীতির সুতোয় বাঁধা পড়ছে এই মধুর সম্পর্ক। বরাবর মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে আসা সাধ্বী নিরঞ্জন রাখি পরালেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য মুখতার আব্বাস নকভিকে।

 

Latest Videos

শনিবার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মন্ত্রী (Minority Affairs Minister) মুখতার আব্বাস নকভির(Mukhtar Abbas Naqvi) নয়াদিল্লির বাসভবনে গিয়ে তাঁকে রাখি পরান উপভোক্তা বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী(Union Minister of State of Consumer Affairs) সাধ্বী নিরঞ্জন (Sadhvi Niranjan Jyoti)। তবে উৎসবের শেষ হল মিষ্টিমুখের মাধ্যমে। সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে উপহারও দেন দাদা নকভি। 

রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। বোনেরা ভাই বা দাদার হাতে পরিয়ে দিচ্ছে রাখি। সেই রাখি উৎসবেরই মধুর ছবি দেখা গেল নকভির বাড়িতে। মুখ মিষ্টি করার সময় নিরঞ্জন জ্যোতি শুভেচ্ছা জানান নকভিকে। 
 

Share this article
click me!

Latest Videos

‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি