Viral Video: ২০ মাসের শিশুকে জোর করে মদ্যপান করাল মা! নিজের হাতে মুখে গুঁজে দিল সিগারেট, ভিডিও দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে

Published : Jun 18, 2024, 02:08 PM IST
1 year old child death in US

সংক্ষিপ্ত

২০ মাসের শিশুকে জোর করে মদ্যপান করাল মা! নিজের হাতে মুখে গুঁজে দিল সিগারেট, ভিডিও দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে

২০ মাসের এক রত্তির সঙ্গে মারাত্মক নৃশংসতা করল মা। শিশুকে জোর করে ধূমপান আর মদ্যপান করালো মা। এই ভয়ঙ্কর ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে।

এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে চাইল্ড হেল্পলাইন সেলের হাতে তুলে দিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শিলচরের চেংকুরিতে। ২০ মাসের শিশুর মুখে জ্বলন্ত সিগারেট ধরেছে তার মা। শুধু তাই নয়, সদ্যজাতকে মদ্যপানও করানো হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। মায়ের এই কাণ্ড দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অভিযুক্তের তুমুল শাস্তির দাবি করেছেন নেট পাড়ার বাসিন্দারা।

এ প্রসঙ্গে এক নেট নাগরিক লিখেছেন, "যে নিজের শিশুর সঙ্গে এই ধরনের আচরণ করতে পারে সে আর যেই হো মা নয়"। আরও এক নেটপাড়ার বাসিন্দা বলেছেন," শিশুটিকে কোনও দায়িত্বশীল পরিবারের কাছে দত্তক দেওয়া হোক। "

তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যেখানে নিজের সন্তানকে কোলে নিয়ে সুখটান দিতে দিতে রিল বানাচ্ছেন মা। এই ঘটনা নিয়েও তুমুল আলোরণ পড়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে।

PREV
click me!

Recommended Stories

টানা কয়েক মাসের রুক্ষতার পর অবশেষে তুষারপাত হলো শৈলশহর সিমলাতে, কাল বৃষ্টির পূর্বাভাস
সীমান্তে এরা সব নিঃশব্দ শিকারি, অ্যাকশনে রোবট কুকুর-ড্রোন! হাই অ্যালার্টে সেনা | Indian Army News