Viral Video: রূপকথার গল্পের উড়ন্ত কার্পেটের মতই ভারতীয় তরুণের চলন্ত খাট! দেখুন অদ্ভূত সেই গাড়ির ভিডিও

Published : Jun 10, 2023, 04:42 PM IST
moving bed  Four wheeler strange car goes viral on social media

সংক্ষিপ্ত

যাইহোক ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণ একটি খাটিয়াকে বেস করে একটি গাডি তৈরি করেছে। সেটি নিয়েই চষে বেড়াচ্ছে গ্রামের এ-প্রাপ্ত থেকে ও-প্রাপ্ত। নিজেই অদ্ভূত গাড়ি বানিয়েছে বলে দাবি। 

আলাদিনের গল্পে উড়ন্ত কার্পেট - পড়েছিলাম। যে কার্পেটে বসলে মনের ইচ্ছে মত যে কোনও জায়গায় পৌঁছে যাওয়া যায় এক পলকে। গল্পের উড়ন্ত কার্পেট পার হয় সারগ - মহাসাগর , পাহাড়-পর্বত। কিন্তু আধুনিক কালে সেই কাজটা করে দেয় প্লেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও , যেখানে দেখা যাচ্ছে খাটের আদলেই একটি চারচাকা গাড়ি ছুটে চলছে এপ্রাপ্ত থেকে ও প্রান্ত।

লিঙ্কডেনে পীযূষ গোয়েল নামে এক ব্যবহারকারী গাড়ির ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি প্রশ্ন করেছেন একেক জন মানুষ কী করে এত উদ্ভাবনী শক্তীর অধিকারী হতে পারে। তিনি আরও লিখেছেন 'গত কয়েকদিন ধরে, উদ্ভাবনী শক্তি নিয়ে মানুষ উদ্ভাবনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে, যা দেখে সবাই অবাক। আপনি নিশ্চয়ই দেখেছেন যে মানুষ রাতে ঘুমানোর জন্য খাট ব্যবহার করে। '

'খাটগুলি বেশিরভাগ গ্রামে এবং শহরে ঘুমানোর জন্য ব্যবহৃত হয়, তবে সম্প্রতি যে ভিডিওটি প্রকাশিত হয়েছে তা সকলের হুঁশ উড়িয়ে দিয়েছে, কারণ এই ভিডিওতে একটি ছেলে তার খাটকে একটি চলন্ত বাহন বানিয়ে বিশ্রাম নিচ্ছে এবং মানুষকে বসিয়ে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। . এই ভিডিওটি সামনে আসার পর মানুষ বেশ অবাক যে কেউ এই উদ্ভাবন শক্তি নিয়ে। '

যাইহোক ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণ একটি খাটিয়াকে বেস করে একটি গাডি তৈরি করেছে। সেটি নিয়েই চষে বেড়াচ্ছে গ্রামের এপ্রাপ্ত থেকে ওপ্রাপ্ত। খাটিয়া অত্যান্ত আরামদায়েক। অনেক সময় বসা বা শোয়ার জন্য আলাদা কোনও গদি বা তাকিয়ার প্রয়োজন হয় না। সেই খাটিয়াতেই চলছে গাড়ি। কখনও শুয়ে পড়ছে। কখনও আবার অন্য লোকদের সেই গাড়িতে তুলে নিচ্ছে। তবে গাডির সামনে রয়েছে স্টিয়ারিং। চারটি চাকায় দাঁড়িয়ে গাড়ি। চলছে মোটরের সাহায্য। যার অর্থ গাড়িতে চড়লে খোলা হাওয়ায় ভ্রমণের গ্যারেন্টি! দেখুন সেই ভিডিওঃ

তবে ভিডিওটি কোথা থেকে শ্যুট করা হয়েছে তা জানাননি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। জানননি তরুণের পরিচয়। তবে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছেন সেখানে তরুণকে হিন্দিতে কথা বলতে দেখা গেছে। মনে করা হচ্ছে তরুণ উত্তর বা মধ্য ভারতের। তবে গাড়িটি যে বেশ জোরেই ছোটে তা অবশ্য বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ

নাথুরাম গডসের সঙ্গে দাউদ ইব্রাহিমকে একই আসনে বসালেন জেডিইউ নেতা, টার্গেট বিজেপি

গডসে ভারত মাতার সন্তান হলে- দাউদ, বিজয় মালিয়ারাও..., বিজেপিকে নিশানা বিরোধীদের

Defence News: প্রতিরক্ষায় শক্তিশালী-আত্মনির্ভর ভারত, দেখুন দেশের সেনা বাহিনীর হাতে কী কী মিসাইল রয়েছে

 

PREV
click me!

Recommended Stories

দেশজুড়ে বিমান বিপর্যয়ে মোদীর নিশানায় ইন্ডিগো, উড়ান পরিষেবায় কাঁটছাট কেন্দ্রের
এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে কেন সম্মান? শীতকালীন অধিবেশনের ৭ম দিনে কী হবে?