IAF Helicopter crash: ১ কোটি টাকা, সঙ্গে সরকারি চাকরি, শহিদ নায়ক জিতেন্দ্র কুমার বর্মার পাশে রাজ্য সরকার

Published : Dec 13, 2021, 12:23 AM ISTUpdated : Dec 13, 2021, 03:16 AM IST
IAF Helicopter crash: ১ কোটি টাকা, সঙ্গে সরকারি চাকরি, শহিদ নায়ক জিতেন্দ্র কুমার বর্মার পাশে রাজ্য সরকার

সংক্ষিপ্ত

দুর্ঘটনা কেড়েছে নায়ক জিতেন্দ্র কুমার বর্মার প্রাণ। তাঁতে হারিয়ে শোকস্তব্ধ মধ্যপ্রদেশ। রবিবার তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জাানিয়ে এবার মধ্য প্রদেশ রাজ্য সরকারের ঘোষণা।

৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে IAF-এর অত্যাধুনিক Mi 17 V5 হেলিকপ্টার। দুর্ঘটনাগ্রস্ত সেই হেলিকপ্টারে সস্ত্রীক বিপিন রাওয়াত ছাড়াও ছিলেন আরও ১১ জন সেনা অফিসার। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ছাড়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সকলেই। সেই দুর্ঘটনা কেড়েছে নায়ক জিতেন্দ্র কুমার বর্মার প্রাণ (Naik Jitendra Kumar Verma)। তাঁতে হারিয়ে শোকস্তব্ধ মধ্যপ্রদেশ। রবিবার তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জাানিয়ে এবার মধ্য প্রদেশ রাজ্য সরকারের (MP Govt) নয়া ঘোষণা। এদিন মুখক্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan) জানান, 'তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করি, আমাদের গর্বিত সন্তান প্রয়াত জিতেন্দ্র কুমার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন'। তাঁর পরিবারকে ১ কোটি টাকা সঙ্গে স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করা হল এদিন।

 

 

এখানেই শেষ নয়, এদিন আরও জানানো হয় যে, তাঁর নামে খোলা হবে একটি স্কুলও। নাম দেওয়া হবে অমর শহিদ জতেন্দ্র কুমার বিদ্যালয়। তাঁর স্মৃতিতে এক মেমোরিয়ালও তৈরি করা হবে। ধামান্দা গামেই এই সৌদ্ধ নির্মাণ করা হবে। বর্মা ছিলেন শিহোর জেলার বাসিন্দা। এদিন তাঁর প্রার্থণা সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সকালে তাঁর বাড়ি থেকেই এই ঘোষণা করেন তিনি। তাঁকে এদিন বিশেষ সম্মান জানানো হয় বিভিন্ন সরকারি বিভাগের পক্ষ থেকে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ধামান্দাতে। সেখানে সাধারণ মানুষের উপচে পড় ভিড় ছিল। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন তাঁর বাবা, ১৩ বছরের ছেলে ও তাঁর ভাই। 

 

 

এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রয়াত নায়ক জিতেন্দ্র কুমার বর্মা কেবল এই জায়গার বা রজ্যের নন, বরং গোটা দেশের গর্ব। তাঁর অভিভাবদক ও স্ত্রীর প্রতি শ্রদ্ধা ও সেলুট। গত বুধবার তালিমনাড়ুর নীলগিরি পাহাড়ে দুর্ঘটনার কবলে বলে ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার এমআই ১৭। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশ ছিল যে প্রথমে মাত্র তিনটিদেহ শনাক্ত করা গিয়েছিল। বিপিন রাওয়াত (CDS Bipin Rwat), তাঁর স্ত্রী মধুলিকা ও ব্রিগেডিয়ার লখবিন্দর সিং লিডার। এরপর সামনে আসে বাকিদের পরিচয়। এই ভয়ঙ্কর চপার দুর্ঘটনায় একমাত্র জীবিত সদস্য ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁর চিকিৎসা চলবে বেঙ্গালুরুর সেনা হাসপাতালে। তাঁর অবস্থায় সংকটজনক হলেও স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

PREV
click me!

Recommended Stories

জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত
Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!