
Child Death: মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও রাজস্থানে (Rajasthan) কাফ সিরাপ খাওয়ার ফলে একাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় (Chhindwara district) গত এক মাসে কিডনির সংক্রমণে আক্রান্ত হয়ে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। তারা দুই ধরনের কাফ সিরাপ খেয়েছিল বলে জানা গিয়েছে। রাজস্থানের সিকারে (Sikar) পাঁচ বছর বয়সি এক ছেলেরও কাফ সিরাপ খাওয়ার পর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সেই কাফ সিরাপ বিলি করা হয়। এই কাফ সিরাপ খাওয়ার পর ভরতপুরে (Bharatpur) তিন বছর বয়সি এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। ছিন্দওয়াড়া জেলা প্রশাসন ইতিমধ্যেই দুই ধরনের কাফ সিরাপ ব্র্যান্ড নিষিদ্ধ করে দিয়েছে। রাজস্থান সরকার তদন্ত শুরু করেছে।
শিশুমৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (National Centre for Disease Control)। ছিন্দওয়াড়া থেকে কাফ সিরাপের নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। রাজস্থান সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কাফ সিরাপ বিলি বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, একাধিক কাফ সিরাপের নমুনা, জল, কীটপতঙ্গের নমুনা, ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব নমুনাই পরীক্ষা করে দেখা হচ্ছে। কাফ সিরাপ না সংক্রামক অসুখের কারণেই শিশুমৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কাফ সিরাপের মান নিয়ে দেশজুড়ে সংশয় তৈরি হয়েছে।
রাজস্থান সরকারের বিলি করা কাফ সিরাপ খাওয়ার পর দু'বছর বয়সি এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। এই শিশুটিকে জয়পুরের (Jaipur) এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউ-তে (ICU) রাখার সিদ্ধান্ত নেন। তবে এখন এই শিশুটির অবস্থার উন্নতি হয়েছে। সে যে কাফ সিরাপ খেয়েছিল, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।