আবারও ভারী বর্ষণে প্রবল যানজট মুম্বইয়ে, স্থগিত রাখা হল বিমান পরিষেবাও

  • সোমবার সকাল থেকে ভারী বর্ষণে বিপর্যস্ত মুম্বই
  • থমকে গিয়েছে সড়কপথ
  • বিপর্যস্ত বিমান পরিষেবাও
  • আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর
Indrani Mukherjee | Published : Jul 8, 2019 12:17 PM / Updated: Jul 08 2019, 12:38 PM IST

সপ্তাহের শুরুর দিনে সকাল থেকেই ফের বৃষ্টির কবলে বাণিজ্য নগরী মুম্বই। ভারী বৃষ্টিপাত এবং খারাপ আবহাওয়ার ফলে বন্ধ রাখা হয়েছে বিমান পরিষেবা। পাশাপাশি খারাপ আবহাওয়ার জেরে যানবাহনের গতি স্লথ হয়ে গিয়েছে, যার ফলে এদিন সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে ট্রাফিক জ্যাম ছিল চোখে পড়ার মতো। 

প্রসঙ্গত, আবহাওয়া দফতর সূত্রে আগে থেকেই খবর ছিল যে, মহারাষ্ট্রের বেশকিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর-এর তরফ থেকে একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার সকাল ৯.১৫ থেকে মুষলধারে বৃষ্টির জেরে চারিপাশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কার্যত কোনওকিছুই দেখা যাচ্ছিল না। আর সেইকারণেই সাময়িকভাবে বন্ধ ছিল বিমান চলাচল। তিনি আরও জানান যে, যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করার জন্যই সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বিমান চলাচল। 

Latest Videos

পাশাপাশি ভারী বর্ষণের জেরে সকাল সাড়ে ন'টা নাগাদ বান্দ্রা, ভিলে পার্লে সান্তাক্রুজ-সহ একাধিক এলাকায় কার্যত নাকাল হন নিত্যযাত্রীরা। খারাপ আবহাওয়ার জন্য রাস্তায় রীতিমতো যানজট তৈরি হয়ে যায়। নিত্যযাত্রীদের কথায়, মেট্রোর কাজ চলার জন্য বরিভালি থেকে বান্দ্রা পৌঁছতে সময় লাগছে প্রায় দু'ঘণ্টারও বেশি। একেই খারাপ আবহাওয়া তার ওপর আবার খারাপ রাস্তায় জল জমার কারণে সমস্যা আরও বেড়েছে বলেও জানান নিত্যযাত্রীরা। 

বিশাল ভুমিধসে বন্ধ গঙ্গোত্রী সড়কপথ

এদিন সবথেকে বেশি যানজট তৈরি হয়েছিল জেভিএলআর, ঘাটকোপার থেকে কুরলা, বিদ্যালঙ্কার কলেজ থেকে ওয়াডালা, চেম্বুর ক্যাম্প রোড, ভিকটোলি থেকে ঘটকোপার রোড। ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শহরের একাধিক এলাকায়  ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla