পাখির ধাক্কার পর চাকায় বিস্ফোরণ, দুঘন্টার মধ্যে পর-পর দুইবার বড় দুর্ঘটনা এড়ালো একই বিমান

শুক্রবার কেরলের কোঝিকোড়ের পরদিনই ফের বিমান দুর্ঘটনার আতঙ্ক

তাও একবার নয়, এখই বিমান দুই-দুইবার এড়ালো বড় মাপের দুর্ঘটনা

রাঁচি থেকে মুম্বইগামী বিমানটির প্রথমবার সংঘর্ষ হয় পাখির সঙ্গে

দ্বিতীয়বার ওড়ার সময় আবার চাকায় আগুন লেগে ঘটল বিস্ফোরণ

 

অদ্ভূত ঘটনা বললেও কম বলা হয়। কেরলের কোঝিকোড়ের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শনিবার দুপুরে রাঁচি বিমানবন্দরের দুর্ঘটনার মুখ পড়েছিল এয়ার এশিয়া-র একটি বিমান। ঘন্টা দুই পর ওই বিমানটি ফের যাত্রা করতে গিয়ে ফের একবার এড়ালো দুর্ঘটনা। এবার ক্ষতি হতে পারত আরও বড়। মাত্র ঘন্টা দুই-এর ব্যবধানে দুইবার রক্ষা পেলেন ১৭৬ জন যাত্রী।

এদিন সকালে আই ৫-৬৩২ নম্বরের এয়ার এশিয়া বিমান রাঁচি বিমানবন্দর থেকে ক্রু-সহ ১৭৬ জন যাত্রী নিয়ে মুম্বই যাচ্ছিল। টেক-অফ'এর সময় কিছু পাখির সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির। বিমানচালক সঙ্গে সঙ্গেই বিমানটির টেক-অফ বাতিলের সিদ্ধান্ত নিয়ে ব্রেক কষেছিলেন। তাই সেই যাত্রা বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছিলেন যাত্রীরা। এরপর রাঁচি বিমানবন্দরের ডিরেক্টর বিনোদ শর্মা-র তদারকিতে পাখির সঙ্গে সংঘর্ষে বিমানটিরক যা ক্ষয়ক্ষতি হয়েছিল, তা মেরামত করা হয়।

Latest Videos

ঘন্টা দুই পর বিমানটি ফের যাত্রীদের নিয়ে বীরস মুন্ডা বিমানবন্দরের রানওয়ে ধরে দৌড় শুরু করেছিল। তবে এবার আরও বড় একটি বিপদ অপেক্ষায় ছিল। রানওয়ে ধরে কিছুটা দৌড়ানোর পরই বিমানটির চাকা থেকে আগুনের পুলকি বের হতে শুরু করে এবং এরপরই একটি জোর বিস্ফোরণ ঘটে। এমার্জেন্সি ব্রেক চেপে সঙ্গে সঙ্গে পাইলট বিমানটি দাঁড় করাতে সক্ষম হন। বিমানের চাকা থেকে স্ফুলিঙ্গ বের হচ্ছে দেখে তত্ক্ষণাত দু'টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। যাত্রীদের ফের একবার নামিয়ে আনা হয়। বিমানটি এদিন আর উড়বে কিনা তা এখনও স্পষ্ট নয়।

দ্বিতীয়বার যাত্রায় বিঘ্ন ঘটার পর রাঁচির বীরসা মুন্ডা বিমানবন্দরের ডিরেক্টর বিনোদ শর্মা জানিয়েছেন, প্রযুক্তিগত তদন্তের পরই দ্বিতীয়বারের ঘটনার কারণ নিশ্চিতভাবে বলা যাবে। তবে প্রথমবার উড়ানের সময় রানওয়েতে বিমানটির সঙ্গে পাখির যে সংঘর্ষ হয়েছিল, তার জন্যও কিছু যান্ত্রিক সমস্যা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। বিমানবন্দরের এই পাখি সমস্যা দূর করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই রাঁচির বীরসা কৃষি বিশ্ববিদ্যালয়কে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল