পুলিশ যখন ওই ফ্ল্যাটে গিয়ে পৌঁছয়, তরুণী তখন ফ্ল্যাটের ভেতরেই ছিলেন। কিন্তু, তিনি কিছুতেই দরজা খুলতে রাজি হচ্ছিলেন না।
মুম্বইয়ের ভিরার এলাকায় নিজের স্বামী ও কন্যা সন্তানকে নিয়ে থাকতেন বীণা জৈন। প্রায় ১৬ বছর আগে হঠাতই তাঁর স্বামীর প্রয়াণ হয়। এরপর তিনি এবং তাঁর কন্যাকে নিরাপদ রাখার তাগিদে নিজের কাছাকাছি এনে রাখেন তাঁর ভাই। কন্যা রিম্পল জৈনকে নিয়ে লালবাগ এলাকায় থাকতে শুরু করেন, যেখানে তাঁর ভাই প্রায়শই যাতায়াত করতেন এবং দিদিকে আর্থিক সাহায্য করতেন। কিন্তু, ১৬ বছর পরে গিয়ে এই ফ্ল্যাটেই ঘটে গেল ভয়াবহ ঘটনা।
চলতি বছরের প্রায় শুরু থেকেই বীণা জৈনকে দেখতে পাচ্ছিলেন না তাঁর ভাই। দু-তিন মাস ধরে তাঁর আসা-যাওয়াও যেমন অনিয়মিত হয়ে গিয়েছিল, তেমনই, তিনি এলেই ভাগ্নি রিম্পল তাঁকে জানাতেন যে, তাঁর মা বাইরে গেছেন অথবা ঘুমিয়ে রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বীণার ভাই যখন ফ্ল্যাটে গিয়ে পৌঁছন, তখন রিম্পল তাঁকে একপ্রকার জোর করে ঠেলে ফ্ল্যাট থেকে বের করে দেন। এই ঘটনার পরেই ওই ব্যক্তির ছেলে তাঁকে পরামর্শ দেয় এবং তিনি স্থানীয় কালাচৌকি থানায় গিয়ে নিজের বোনের নিখোঁজ থাকার বিষয়টি জানান। এরপরেই পুলিশ ছুটে আসে বীণার লালবাগের ফ্ল্যাটে।
পুলিশ এসে ২৩ বছর বয়সী রিম্পল জৈনকে দরজা খুলে দিতে বললেন তিনি কিছুতেই রাজি হন না। পুলিশ একপ্রকার জোর করে তাঁকে দিয়ে দরজা খুলিয়ে ভেতরে ঢোকে এবং তখন ভেতরে খুব পচা গন্ধ টের পাওয়া যায়। তখন তল্লাশি চালিয়ে আলমারির ভেতর থেকে একটি দুমড়ে মুচড়ে রাখা প্ল্যাস্টিকে মোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সেটি হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই দেখা যায় দেহটিকে কেটে টুকরো টুকরো করা হয়েছে এবং বেশ কয়েকটি টুকরো ওই প্ল্যাস্টিকের মধ্যে নেই। তখনই রিম্পলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ কর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করলে বারবার তাঁর বয়ানে অসঙ্গতি লক্ষ্য করা যায়, তিনি বারবার নিজের বক্তব্য বদল করতে থাকেন। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। এরপর ওই ফ্ল্যাটের একটি ট্যাঙ্কের ভিতর থেকে একটি স্টিলের বাক্সের মধ্যে থেকে বীণা জৈনের দেহের মাংস ও হাড় উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় ৩ মাস ধরে মায়ের দেহাবশেষগুলি ঘরের মধ্যে রেখেই বসবাস করছিলেন রিম্পল জৈন। এই কয়েক মাসে তিনি বাড়ি থেকে বেরনোও প্রায় বন্ধ করে দিয়েছিলেন । বীণা জৈনের মৃত্যু কীভাবে হল, তা এখনও তদন্ত সাপেক্ষ। গ্রেফতার করা রিম্পলকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন-
মরে যাওয়ার আগে বাবাকে সেলফি তুলে পাঠাল ছেলে, আত্মহত্যার কারণ জেনে হতবাক বাবা
পার্টির আলো-আঁধারিতে জামাকাপড় খুলে ফেলছে নিজের মেয়ে, তারই ভিডিও অফিসের সহকর্মীর ফোনে দেখলেন বাবা
বিচার চলাকালীন পুলিশি নজর এড়িয়ে আদালত থেকে ছুট লাগাল কয়েদি, ভিডিয়ো দেখে স্তম্ভিত সারা বিশ্ব