সংক্ষিপ্ত

বারবার করে নিজের বাবাকে অনুরোধ করা সত্ত্বেও ছেলের বিশেষ চাহিদা মেটানোর প্রয়োজন বোধ করেননি বিবেচক বাবা।

বহুবার অনুরোধ করেছিলেন পরিবারের সদস্যদের কাছে। বারবার আরজি জানিয়েছিলেন নিজের বাবার কাছেও। কিন্তু, কিছুতেই পূরণ হচ্ছিল না কাতর মনোবাঞ্ছা। শেষমেশ চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন উত্তর প্রদেশের যুবক। চরম সিদ্ধান্ত নেওয়ার আগে সাহায্য নিলেন নিজের বন্ধুদেরও।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায়। গঙ্গা তীরবর্তী এই জেলাতেই দুদেনগরে বাস করতেন বৃদ্ধ অশোক কুমার এবং তাঁর সঙ্গে থাকতেন তাঁর ছেলে অজয় কুমার। গত কয়েক মাস ধরে অজয়ের ইচ্ছে হয়েছিল একটি বিয়ে করার। সেই ইচ্ছে পূরণের জন্য নিজের বাবার কাছে বারবার বিয়ে দেওয়ার আবদার করছিলেন তিনি । কিন্তু, অশোক কুমারের বক্তব্য ছিল যে, কোনও বিশেষ অসুবিধার কারণে তিনি এখন বিয়ে দিতে পারবেন না কিছুতেই। এতে ভারী ক্ষিপ্ত হয়ে ওঠেন অজয়।

১১ মার্চ তারিখে আচমকা বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয়ে যান অজয়। ১২ মার্চ নিজের মোবাইলে একটি অডিয়োবার্তা রেকর্ড করেন। সেই অডিয়োবার্তায় তাঁকে বলতে শোনা যায়, “আমাকে অপহরণ করা হয়েছে। আমাকে মারধর করা হচ্ছে, বাঁচাও!” এই বার্তা অশোক কুমারের ফোনে ঢুকতেই তিনি ভয় পেয়ে গিয়ে তৎক্ষণাৎ স্থানীয় পুলিশের দ্বারস্থ হন। এরপর, ১৩ মার্চ তাঁর ফোনে একটি ছবি হোয়াটসঅ্যাপ করা হয়। সেই ছবিতে দেখা যায়, একটি ঝোপজঙ্গলের মধ্যে জিভ বের করে চোখ খোলা অবস্থায় পড়ে রয়েছেন অজয়। তাঁর সঙ্গে লেখা, ‘আমার বিয়ে দিয়ে দিলে তোমাকে এমন দিন দেখতে হত না।’ স্বাভাবিকভাবেই অশোক কুমার ভেবে নেন যে, তাঁর ছেলে আত্মহত্যা করেছে।

অজয় কুমার ছেলের ‘মৃতদেহের ছবি’ নিয়ে পুলিশের কাছে যান। সেই ছবি নিয়ে পুলিশ তদন্তে নামে। অজয়ের মোবাইলের লোকেশন চিহ্নিত করার কাজ শুরু হয়। তখন দেখা যায়, অজয়ের মোবাইলের লোকেশন দিল্লিতে। এর পরই পুলিশের একটি দল কাসগঞ্জের উদ্দেশে রওনা হয়। অজয় কখন কাসগঞ্জ হয়ে উঝানির দিকে আসছিলেন। মাঝপথেই তাঁকে আটক করে পুলিশ। তখনই প্রকাশ হয় যে, ঝোপের মধ্যে নিজে থেকেই জিভ বের করে শুয়ে অংশুল নামের এক বন্ধুকে দিয়ে ছবি তুলিয়ে তার নম্বর থেকেই নিজের বাবাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন অজয়। বিয়ের ইচ্ছা পূরণ না হওয়ার ক্ষোভে এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন তিনি।

আরও পড়ুন-

পার্টির আলো-আঁধারিতে জামাকাপড় খুলে ফেলছে নিজের মেয়ে, তারই ভিডিও অফিসের সহকর্মীর ফোনে দেখলেন বাবা
বিচার চলাকালীন পুলিশি নজর এড়িয়ে আদালত থেকে ছুট লাগাল কয়েদি, ভিডিয়ো দেখে স্তম্ভিত সারা বিশ্ব

আগামিকাল থেকে শুরু হচ্ছে শীতলা সপ্তমী তিথি, জেনে নিন পরিবারকে রোগমুক্ত ও সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় মন্ত্র ও নিয়মাবলী