নরেন্দ্র মোদীরে খুনের ছক কষছে আইএসআই! হুমকি বার্তা পেয়ে মুম্বই পুলিশ ছুটল রাজস্থানে

শনিবার সকালে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে একটি বার্তা আসে। সেখানেই বলা হয়েছে মোদীকে খুনের ছক কষা হচ্ছে।

 

আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে মেসেজ পেল মুম্বই পুলিশ। হোয়াটসঅ্যাপে বার্তাটি আসে। দ্রুত তদন্তও শুরু করে মুম্বই পুলিশ। জানতে পারে যে নম্বর থেকে বার্তা পাঠান হয়েছে সেটি রাজস্থানের আজমেড়ের। মুম্বই পুলিশের একটি দল তদন্তের জন্য দ্রুত আজমেড় রওনা দিয়েছে।

শনিবার সকালে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে একটি বার্তা আসে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ওই বার্তা পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর উল্লেখ রয়েছে। সূত্রের খবর বার্তায় বলা হয়েছে, বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনা করা হয়েছে। যদিও পুলিশ এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

Latest Videos

প্রাথমিকভাবে তদন্তকারী সূত্রের খবর, যে ব্যক্তি বার্তা পাঠিয়েছে সেই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হতে পারে। মত্ত অবস্থায় ওই বার্তা পাঠান হয়েছে বলেও অনুমান করছেন অনেকে। তবে সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বার্তার পরিপ্রেক্ষিতে একটি এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ।

এর আগেও একাধিকবার নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হয়েছে। গত মাসের শেষে প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে। এই ঘটনায় ৩৪ বছরের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল, তিনি মানসিক ভাবে সুস্থ নন। অক্টোবর মাসে পুণে পুলিশের কাছে এ ধরনের একটি ভুয়ো ফোন এসেছিল। ওই অভিযোগে ৩৮ বছরের এক ব্যক্তিকে গ্রেফতারও করে পুলিশ। পুণে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে অভিযুক্ত দাবি করেছিলেন যে, প্রধানমন্ত্রীকে খুন করার জন্য একটি ফ্ল্যাটে বসে ছক কষছে দুষ্কৃতীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee-র ভুল সিদ্ধান্ত আলু চাষীদের শেষ করে দিয়েছে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts
‘একধারে লক্ষ্মীর ভাণ্ডার একধারে বিষ!’ Mamata Banerjee-কে কড়া তোপ Agnimitra Paul-এর, দেখুন
‘হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য মন্ত্রীর বিরুদ্ধে’Suvendu Adhikari-র তীব্র গর্জন
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti
দায়ী কে? কেমন আছে ৩ প্রসূতি মাম্পি, মিনারা ও নাসরিন? দেখুন | Kolkata News | Saline Controversy