প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল লা.গণেশন, শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Published : Aug 16, 2025, 08:59 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

PM Modi On La Ganesan: প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল লা.গণেশন। তাঁর মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

PM Modi On La Ganesan: স্বাধীনতা দিবসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা.গণেশন। যিনি বোসের আগে বাংলার রাজ্যপাল হিসেবেও বেশ কিছুদিন দায়িত্ব সামলেছিলেন। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এদিন লা. গণেশনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে লা.গণেশনকে একজন আদ্যোপান্ত জাতীয়তাবাদী নেতা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। বিজেপির অগ্রগতি ও তামিলনাড়ু তথা দক্ষিণভারতের উন্নয়নে তার কতখানি ভূমিকা ছিল সেই কথাও তুলে ধরেন মোদাী।

এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ''নাগাল্যান্ডের রাজ্যপাল থিরু লা. গণেশন জির মৃত্যুতে আমি ব্যথিত। তিনি একজন ধর্মপ্রাণ জাতীয়তাবাদী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন, যিনি সেবা এবং জাতি গঠনে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি তামিলনাড়ু জুড়ে বিজেপিকে সম্প্রসারিত করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি তামিল সংস্কৃতির প্রতিও গভীর অনুরাগী ছিলেন। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।"

 

 

জানা গিয়েছে, লা. গণেশন রাজ্যসভার প্রাক্তন সাংসদো ছিলেন। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান লা.গণেশন। প্রচুর রক্তওক্ষরণ হয়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হল না। স্বাধীনতা দিবসেই না ফেরার দেশে চলে গেলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।

দক্ষিণ ভারতের রাজনীতির এক পরিচিত নাম লা. গণেশন। তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় জন্মগ্রহণ করা এই প্রবীণ রাজনীতিবিদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর তিনি ভারতীয় জনতা পার্টি (BJP)-তে যোগ দেন।

দলের প্রতি তাঁর সাংগঠনিক দক্ষতা এবং অটল আনুগত্যের জন্য পরিচিত লা. গণেশন তামিলনাড়ু বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে, তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করেন।

২০২১ সালের অগাস্ট মাসে তিনি মণিপুরের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এবং ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে বহাল ছিলেন। এই সময়ের মধ্যে, ২০২২ সালের জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি, গণেশন নাগাল্যান্ডের ১৯তম রাজ্যপাল হিসেবে কার্যভার গ্রহণ করেন এবং আমৃত্যু সেখানেই দায়িত্ব পালন করেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে