বাড়ছে জিএসটি, সিগারেট-তামাকজাত পণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে রাখার উদ্যোগ কেন্দ্রের

Published : Aug 15, 2025, 07:34 PM IST
cigarette

সংক্ষিপ্ত

New GST Rate: দেশে পণ্য ও পরিষেবা কর কাঠামোয় বদল আসতে চলেছে। সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন জিএসটি রেট চালু করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

DID YOU KNOW ?
কর কাঠামোর সংস্কার
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, জিএসটি-তে ১২ ও ২৮ শতাংশ কর তুলে দেওয়া হবে।

GST Overhaul: নেশা করতে গেলে এবার ভাবতে হবে। কারণ, সিগারেট (Cigarette) ও তামাকজাত পণ্য (Tobacco Products) যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, সেই উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পণ্য ও পরিষেবা কর (Goods and Services Tax) কাঠামোয় বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছে। সিগারেট ও তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ কর চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে সিগারেট ও তামাকজাত পণ্যের দাম অনেক বাড়তে চলেছে। যাঁরা ধূমপান করেন, তাঁদের উপর চাপ তৈরি হতে চলেছে। অনেকেই হয়তো খরচের ধাক্কা সামাল দিতে না পেরে ধূমপান ছেড়ে দেওয়ার পথে হাঁটতে পারেন। এর ফলে সবারই উপকার হতে পারে। সিগারেট ও তামাকজাত পণ্যের নেশা সবারই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই এই নেশা না করাই ভালো।

১২ শতাংশ কর কাঠামো উঠে যাচ্ছে?

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন যে পণ্যগুলির উপর ১২ শতাংশ কর ছিল, তাতে বদল করা হচ্ছে। যে পণ্যগুলির উপর কর ১২ শতাংশের কম ছিল, সেই পণ্যগুলির উপর এবার থেকে ৫ শতাংশ কর নির্ধারিত করা হতে পারে। যে পণ্যগুলির উপর এতদিন ২৮ শতাংশ কর নেওয়া হত, সেই পণ্যগুলির ৯০ শতাংশের উপর থেকে করের বোঝা কমছে। এই পণ্যগুলির উপর এবার থেকে ১৮ শতাংশ কর নেওয়া হতে পারে। ফলে সাধারণ মানুষের সুবিধা হতে চলেছে।

নতুন জিএসটি কাঠামোর ফলে দেশের আর্থিক উন্নতি হবে?

অর্থনীতিবিদের মতে, নতুন জিএসটি কাঠামোর ফলে দেশের আর্থিক উন্নতি হতে পারে। এতদিন যেভাবে রাজস্ব ক্ষতি হয়েছে, এবার থেকে আর সেই সম্ভাবনা থাকছে না। নতুন জিএসটি কাঠামোয় ১২ ও ২৮ শতাংশ কর থাকছে না। এর বদলে নতুন কর কাঠামো চালু করা হচ্ছে। জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪০
নতুন জিএসটি কঠামোয় সিগারেটের উপর ৪০ শতাংশ কর
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জিএসটি কাঠামো সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। সিগারেট ও তামাকজাত পণ্যে কর বাড়ছে।
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!