- Home
- Lifestyle
- Fashion and Beauty
- সোয়েটার-জ্যাকেট না থাকলে পেটের মেদ ঢাকবেন কীভাবে? জেনে নিন গরমকালের বিশেষ স্টাইলিং টিপস
সোয়েটার-জ্যাকেট না থাকলে পেটের মেদ ঢাকবেন কীভাবে? জেনে নিন গরমকালের বিশেষ স্টাইলিং টিপস
- FB
- TW
- Linkdin
শীতকাল বলে এতদিন সোয়েটার বা জ্যাকেট চাপিয়ে কেত দেখিয়েছেন বিস্তর।
এবার আসছে গ্রীষ্ম, চড়চড়িয়ে পারদ ওঠার সাথে সাথে কুলকুলিয়ে বাড়বে ঘাম।
আপনি কিন্তু একটুও আন-কুল হবেন না। পেটের চর্বি সঙ্গে নিয়েই বজায় থাকুক কেতাদুরস্ত ফ্যাশন।
প্রথম টিপস হল, পেটের চর্বি ঢাকতে হলে কিছুটা ঢিলে জামাকাপড় পরতে হবে।
এতটাও ঢিলে নয়, আপনার শরীরটা খুব বেশিই বড়সড় দেখায়, আবার এতটাও আঁটোসাঁটো নয়, যাতে শরীরের মেদ প্রকাশ হয়ে পড়ে।
অনেক রঙের সমাহারের বদলে এক রঙের জামাকাপড়ে আপনার সাজ অনেকটাই সৌম্য দেখাবে।
পেট বা কোমর যাতে বেশি হাইলাইট না হয়ে যায়, তার জন্য একই রঙের অনেকগুলি স্তর পরতে পারেন। যেমন, স্কার্ট, টপ, তার সাথে হালকা কোনও স্কার্ফ বা শ্রাগ।
জামার ডিজাইন যদি অনুভূমিক হয়, তাহলে শরীর বেশ চওড়া দেখায়
শরীরকে রোগা দেখাতে হলে আপনি পরতে পারেন লম্বাটে ধরনের ডিজাইন।
হাতের অতিরিক্ত চর্বি নিয়েই আপনি থাকতে পারেন স্টাইলে ইন। পরে ফেলুন স্বচ্ছ হাতার কোনও জামা অথবা পাতলা শ্রাগ।
পায়ের ওপরের দিকের অংশ নিয়ে আপনি যদি ইনকনফিডেন্সে ভোগেন, তাহলে হাঁটুর নীচ বা একেবারে গোড়ালি পর্যন্ত ঢাকা জামা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।
পা খোলা রাখতে চাইলে স্টকিং পরেও বাজিমাত করতে পারেন।
কোমরের বেল্ট যদি হয় বেশ চওড়া, তাহলে নজর আকর্ষণ করবে আপনার পেট।
বেল্ট সরু রেখেই এই গ্রীষ্মে হয়ে উঠুন নজরকাড়া।