Nagpur Violence: নাগপুরে হিংসায় আহত অন্তত ৩০, পরিকল্পিত হামলা, দাবি মহারাষ্ট্র সরকারের

Published : Mar 18, 2025, 02:42 PM ISTUpdated : Mar 18, 2025, 03:12 PM IST
Violence in Hansapuri area of Nagpur

সংক্ষিপ্ত

Aurangzeb Tom Row: সম্প্রতি দেশজুড়ে ঝড় তুলেছে ভিকি কৌশলের ছবি 'ছাবা'। এরপরেই মহারাষ্ট্রের নাগপুরে আওরঙ্গজেবের সমাধি ঘিরে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়েছে।

Nagpur Violence: মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্র থেকে সরানোর দাবিতে গেরুয়া শিবিরের মিছিলের পরেই নাগপুরে হিংসা ছড়াল। গেরুয়া শিবিরের মিছিলে ধর্মগ্রন্থ পোড়ানো হয়েছে বলে গুজব থেকেই হিংসা ছড়ায়। সোমবার রাত থেকে শুরু হয়েছে হিংসা। চিটনিস পার্ক ও মহল  অঞ্চলেই মূলত হিংসা ছড়ায়। তবে কোতোয়ালি, গণেশপীঠ অঞ্চলেও হিংসা ছড়িয়ে পড়ে। নিরাপত্তারক্ষীদের লক্ষ্যে পাথর ছোড়া হয়। অন্তত চারজন পুলিশকর্মী আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। বেশ কয়েকটি বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। হিংসা থামাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জও করা হয়। কিন্তু তারপরেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মঙ্গলবারও পরিস্থিতি থমথমে হয়ে আছে।

হিংসা থামাতে কারফিউ জারি

নাগপুরে হিংসার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। অন্তত ৩০টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হিংসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৬০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে। এই ঘটনা পরিকল্পিত বলে দাবি করেছে মহারাষ্ট্র সরকার। পাল্টা রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি। গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। কেন্দ্রীয় মন্ত্রী এবং নাগপুরের সাংসদ নীতীন গড়করীও শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

নাগপুরে পরিকল্পিত হামলা, দাবি রাজ্য সরকারের

মহারাষ্ট্র বিধানসভায় নাগপুরের হিংসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, 'নাগপুরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল বিক্ষোভ দেখায়। ধর্মীয় জিনিস পোড়ানো হয়েছে বলে গুজব ছড়ানো হয়। পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে। কেউ আইন হাতে তুলে নিতে পারে না। পুলিশের উপর হামলা মেনে নেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও দাবি করেছেন, চক্রান্ত করেই হিংসা ছড়ানো হয়েছে। কংগ্রেস, শিবসেনা অবশ্য দাবি করেছে, মহারাষ্ট্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মহারাষ্ট্রে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই বলেও দাবি কংগ্রেসের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি
মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী