'মোদী-অমিত শাহ অনুপ্রবেশকারী', বিস্ফোরক মন্তব্য অধীরের

  • এনআরসি ইস্যুতে কেন্দ্রকে নজিরবিহীন আক্রমণ 
  • মোদি-অমিত শাহকে নিশানা অধীর চৌধুরীর
  • প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশকারী
  • বিস্ফোরক মন্তব্য বহরমপুরের সাংসদের
     

এনআরসি বিতর্কে এবার কেন্দ্রীয় সরকারকে নজিরবিহীন আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর মন্তব্য, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী।' সোমবার সংসদেও এনআরসি নিয়ে সরব হন বহরমপুরের কংগ্রেস সাংসদ।

অসমে এনআরসির কারণে গৃহহীন কয়েক লক্ষ মানুষ। কিন্তু তাতে কী! এবার গোটা দেশে জাতীয় নাগরিকপঞ্জী চালু করার পরিকল্পনা করছে মোদী সরকার।  এই ইস্য়ুতে সংসদের শীতকালীন অধিবেশনে সুর চড়িয়েছে কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলের সাংসদ।  একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে এদেশের বৈচিত্র্য়ের মধ্যে ঐক্যের ধারনাকে তুলে ধরেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বলেন, 'ভারত কারও ব্যক্তিগত সম্পত্তি নাকি! এ দেশ সবার। এখানে সবার সমান অধিকার। অমিত শাহ জি, নরেন্দ্র মোদী জি, আপনারা অনুপ্রবেশকারী। আপনাদের বাড়ি গুজরাতে, কিন্তু চলে এসেছেন দিল্লিতে।' বহরমপুরের সাংসদের আরও বক্তব্য, দেশে এনআরসি চালু হওয়ার বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দেশের প্রকৃত নাগরিকরাও আতঙ্কে ভুগছেন।  সাধারণ মানুষের কাছে খাবার জোগাড় করাটা প্রধান চিন্তা। নাগরিরত্ব প্রমাণের জন্য নথি খুঁজে বের করার সময় কোথায়! আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এ দেশ থেকে মুসলিমদের তাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

Latest Videos

 

 

উল্লেখ্য, সম্প্রতি এ রাজ্যে তিনটি আসনে উপনির্বাচনে ভরাডুবি ঘটেছে বিজেপি।  এমনকী, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে জেতা আসনও ধরে রাথতে পারেনি গেরুয়াশিেবির।  উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও নদিয়ার করিমপুরে বিজেপি হেরে গিয়েছে। কালিয়াগঞ্জে পরাজিত প্রার্থী স্বীকার করেছেন যে,, এনআরসি আতঙ্কে হেরে গিয়েছেন তিনি।  


 

Share this article
click me!

Latest Videos

Canning-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি | South 24 Parganas
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
প্রয়াত Manmohan Singh-এর স্মৃতিচারণায় Narendra Modi, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope