আরও আরও উঁচুতে উঠুন, কংগ্রেসকে প্রধানমন্ত্রীর ঠেস, হাসির ফোয়ারা লোকসভায়

  • লোকসভায় ঝড় তুলনেন প্রঝধামন্ত্রী
  • বিরোধীদের প্রতিটি কথার উত্তর দিলেন নরেন্দ্র মোদী
  • লোকসভার অধিবেশন চলাকালে এবার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে নানা বিরোধিতা তৈরি হয়েছিল
  • এবার তারই জবাব দিলেন নরেন্দ্র মোদী
arka deb | Published : Jun 25, 2019 1:10 PM IST

লোকসভায় ঝড় তুলনেন প্রঝধামন্ত্রী। বিরোধীদের প্রতিটি কথার উত্তর দিলেন নরেন্দ্র মোদী। লোকসভার অধিবেশন চলাকালে এবার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে নানা বিরোধিতা তৈরি হয়েছিল। রাষ্ট্রপতি ২০১৪ থেকে এগিয়ে চলার উন্নয়নের রথের প্রশংসা করেন। বিরোধীরা বলেছিলেন রাষ্ট্রপতির মন্তব্যে মনে হয়, এর আগে তেমন কোনও কাজই হয়নি। হাতে কলমে প্রমাণও তুলে এনেছিলেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। 

পড়ুন এই খবরটিঃ কেন এই দিন জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা, জানুন ঐতিহাসিক তথ্য

এদিন তার জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'এখানে নানা রকম কথা হল। প্রত্যেকের নিজস্ব অ্যাজেন্ডা থাকে। এখানে বলা কথা দিয়ে আমাদের উচ্চতা কমানো যাবে না। তাতে আমরা কানও দেব না। আপনাদের উচ্চতাকে আপনাদের অভিবাদন। আপনারা এত উঁচু হয়ে গিয়েছেন আপনারা মূলই নেই। জমির লোককে আপনারা দেখতেই পান না। আপনারা আরও উঁচু হোন। আমরা উঁচু হতে চাই না। আমরা মূলকে ছুঁতে চাই। মূল থেকেই দেশকে আরও শক্ত করতে চাই। আপনার আরও আরও আরও উঁচুতে  উঠুন।' 

Latest Videos

একই সঙ্গে মোদী বলেন, 'এমন নয় আগের সরকার কাজ করেননি। কিন্তু কেউ বাবা সাহেব আম্বেদকারের নাম কেউ নেননি। উঁচুতে উঠে গেলে আর দেখা যায় না। বাবা সাহেব বলতেন ইংরেজি নয়, জলের অভাবে মানুষ মারা যায়। আমি এই কথাটা মেনে চলতে চাই।'

মোদীর কথায় হাততালির ঝড় বয়ে যায় সংসদে। সভাস্থলে উপস্থিত ছিলেন রাহুল- সোনিয়াও। এদিন সভাস্থল থেকে স্পিকারের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, নতুন হয়েও যে ভাবে সংসদকে পরিচালনা করেছেন স্পিকার, তার জন্যে তাঁর অনেক অভিবাদন প্রাপ্য। 

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি