বাংলায় কেমন চলছে কালী পুজো, মজার ছলে সংসদে লকেটকে প্রশ্ন মোদীর

সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান পর্ব ও উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার মাঝেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে 'কালীপুজো' নিয়ে প্রশ্ন করে ছুঁড়ে দেন। 'বাংলায় কালী পুজো ঠিক মতো হচ্ছে তো!' বিজেপির হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন তিনি। উত্তরে হেঁসে লকেট জানান, বাংলার কালী পুজো ঠিক মতোই হচ্ছে।
 

deblina dey | Published : Jul 19, 2022 4:09 AM IST

সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান পর্ব ও উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার মাঝেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে 'কালীপুজো' নিয়ে প্রশ্ন করে ছুঁড়ে দেন। 'বাংলায় কালী পুজো ঠিক মতো হচ্ছে তো!' বিজেপির হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন তিনি। উত্তরে হেঁসে লকেট জানান, বাংলার কালী পুজো ঠিক মতোই হচ্ছে।

সম্প্রতি কালি নামে এই তথ্যচিত্রের পোস্টার বিতর্ক রাজনৈতিক মহল নাড়িয়ে দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় জ্বলন্ত সিগারেট মুখে মা কালির বেশে এক মহিলার ছবি পোস্ট করতেই বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। এই কালি বিতর্ক নিয়ে হিন্দুত্ববাদীরা যেমন প্রবলভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেছিল তেমন ভাবেই রাজনৈতিক মহলেও এর বেশ প্রভাব দেখা গিয়েছিল। এই কালি বিতর্ককে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলেছিলেন, 'কালির এই পোস্টারে তাঁর কোনও আপত্তি নেই। কারণ শাক্তমতে কালী পুজোর এমন কিছু আচর রয়েছে যার সঙ্গে এই পোস্টারের সাদৃশ্য রয়েছে।' এই মন্তব্যকে কেন্দ্র করেই চেপে ধরে বিজেপি।

আরও পড়ুন- তথ্যচিত্রে মা কালির মুখে জ্বলন্ত সিগারেট, পরিচালক লিনা মনিমেকালাই-এর বিরুদ্ধে তোলপাড় ইন্টারনেট

Latest Videos

আরও পড়ুন- কালী মন্তব্যে বিপাকে মহুয়া- পাশে নেই তৃণমূল, গ্রেফতারের হুঁশিয়ারি শুভেন্দুর

আরও পড়ুন- সিগারেট হাতে কালী- মহুয়ার মন্তব্যের দায় নিল না তৃণমূল, দিলীপ বললেন হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে

কালির পোস্টার নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছিলেন 'বাক স্বাধীনতা, ও সাংস্কৃতিক স্বাধীনতার নামে চলছে স্বেচ্ছাচারিতা, এগুলি ঈশ্বরের অপমান। ঋষি অরবিন্দ বলেছিলেন, শিল্পীর দেশাত্মবোধ ফুটে ওঠে তাঁর শিল্পচর্চায়। কিন্তু এখানে শিল্পের নামে হিন্দুধর্মের অপমান করা হচ্ছে আর সেক্যুলারিজমের নামে তার প্রচার করা হয়। সিনেমার পোস্টারে মা কালীর হাতে সিগারেট ধরিয়ে দেওয়ার যে স্পর্ধা এঁরা দেখিয়েছেন তার তীব্র নিন্দা করি।' দিলীপ ঘোষ আরও বলেছিলেন, হিন্ধু ধর্ম কোনও আচার নয় এটি একটি চেতনা যা দেশকে ভালোবাসতে শেখায়।' এই কালি বিতর্ক একটু থিতু হতে না হতেই, আবার হালকা মজা করে প্রশ্ন ছুঁড়ে দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
কল্যাণী এইমসে নিয়োগ নেই স্থানীয়দের, বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose