ক্ষমতার শীর্ষে আরোহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী ৩০ মে তাঁর শপথগ্রহণ। ইতিমধ্যেই মন্ত্রীসভার ভাবি সদস্যরা পৌঁছেছেন দিল্লিতে। নরেন্দ্র মোদী নতুন যাত্রা শুরু করার আগে ছুঁয়ে গেলেন বারানসী। তাঁর নিজের গড়, যেখানে ৪ লক্ষ ৮১ হাজার ভোটে জয় নিশ্চিত হয়েছে তাঁর। এদিন বারানসীতে মোদী মানুষকে তাঁর মন কি বাত বুঝিয়ে দিলেন কথার ছলে।
স্বচ্ছ ভারত পরিকল্পনা মোদী সরকারের মুখ উজ্জ্বল করছে শেষ পাঁচ বছরে। নতুন সরকার গড়ার মুখে তাঁর মুখে ফের রই রইল স্বচ্ছ ভারত গড়ার ডাক।
এদিন মোদী কাশীর বিশ্বনাথ মন্দিরে প্রণাম সেরে জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, নতুন দেশ গড়ার কথা।
স্বাধীনতার ৭৫ বছরের প্রাক্কালে মোদী নাগরিকদের নিজস্ব কর্তব্য পালন করতে বলেন। কথায়
কথায় উঠে আসে আমাদের রোজের অভ্যাসের কথা।
মোদী বলেন, মুখে ভারতমাতা কি জয়, আর পান খেয়ে যেখানে সেখানে থুতু, এ কোন মাতাকে প্রণাম! দেশ আপনার। স্বাধীনতার আন্দোলনের মতোই প্রাণশক্তি দিয়ে তাঁর স্বচ্ছতা বজায় রাখুন।
সরকারি সমস্ত সংস্থাই জনতার। তাঁর থেকে সুফল যেমন জনতা পাবে, তেমনই তাকে রক্ষা করাও জনতার দায়িত্ব। একথাই বোঝাতে চেয়েছেন মোদী। এই প্রসঙ্গে আসে চলমান বাসে যাত্রীদের গদিতে নখ দিয়ে আচড়ানোর অভ্যাসও।
জনতার মধ্যে হাসির প্লাবন ওঠে। ওঠে হর হর মোদী ডাক। হাসতে হাসতেই আসলে মোদী বুঝিয়ে দিলেন নতুন ভারত মানে স্বচ্ছ ভারতই বুঝছেন তিনি।