কোন পথে হাল ফিরবে অর্থনীতির জানেনই না মোদী: রাহুল

  • আর তিনদিন বাদেই কেন্দ্রীয় বাজেট
  • তার আগেই মোদীকে কটাক্ষ রাহুলের
  • রাহুল বুধবার একটি টুইট করে লেখেন
  • এর পর কী করতে হবে তা জানেন না মোদী

Sabuj Calcutta | Published : Jan 29, 2020 8:11 AM IST

তিনদিন বাদেই কেন্দ্রীয় বাজেট ঝিমিয়ে পড়া অর্থনীতির হাল ফেরানো সেখানে বড় চ্য়ালেঞ্জ নরেন্দ্র মোদী আর নির্মলা সীতারামনের কাছে আর ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই মোদী আর নির্মলাকে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়ে রাহুল গান্ধি বললেন, "কোনপথে দেশের হাল ফেরাতে হবে সে সম্বন্ধে কোনও ধারণাই নেই নরেন্দ্র মোদী আর নির্মলা সীতারামনের"

এদিন রাহুল গান্ধি এক টুইট করে বলেন, অর্থনৈতিক উপদেষ্টাদের নিয়ে একটা ড্রিম টিম রয়েছে মোদীর সেই টিম কী করেছে? ৭.৫ শতাংশ জিডিপির হারকে ৩.৫ শতাংশে নামিয়ে এনেছেঅন্য়দিকে মুদ্রাস্ফীতির হারকে ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশে নিয়ে গিয়েছেহ্য়াশট্য়াগ বাজেট ২০২০ দিয়ে রাহুল লেখেন, প্রধানমন্ত্রী মোদীর একেবারেই কোনও ধারণা নেই, এর পর কী করতে হবে

মনে করা হচ্ছে, ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে নগদের জোগান বাড়ানো ছাড়া আর কোনও পথ নেইবেকারির হার গত  ৪৫ বছরে সর্বোচ্চ হার ছুঁয়েছেবৃদ্ধির হার কমতে কমতে ৩.৫শতাংশে এসে ঠেকেছেযাকে তুলনা করা হচ্ছে নেহরুর আমলের হিন্দু রেট অব গ্রোথের  সঙ্গেযখন বৃদ্ধির হার ২ শতাংশের আশপাশে ঘোরাঘুরি করতভোগ্য়পণ্য়ের চাহিদা তলানিতে এসে ঠেকায়, নতুন করে বিনিয়োগ করতে রাজি হচ্ছেন না কেউএমতাবস্থায় দেশজুড়ে চলছে ছাঁটাইগাড়ি শিল্প থেকে নিয়মিত কাজ ছাঁটাইয়ের খবর আসতে থাকছেমুখ থুবড়ে পড়েছে আবাসন শিল্পওপরিস্থিতি সামাল দিতে ব্য়াপক কর্পোরেট কর ছাড় দিয়েও কাজের কাজ কিছু হয়নি

 

Share this article
click me!