প্রধানমন্ত্রী মোদীর মায়ের ওজনের সমান সোনা দান কাশী বিশ্বনাথ মন্দিরে, সেজে উঠছে গর্ভগৃহ

দক্ষিণ ভারতের ব্যবসায়ী নিজের পরিচয় আড়াল রাখতে চেয়েছেন। কিন্তু তাঁর দেওয়া সোনার মধ্যে থেকে ইতিমধ্যে ৩৭ কিলোগ্রাম সোনা ব্যবহার করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী ৩৭ কিলো সোনা গর্ভগৃহের দেওয়ালে লাগান হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) মায়ের (Mother) ওজনের সমান সোনা (Gold) দান করে নজর কাড়লেন দক্ষিণ ভারতের এক ব্যবসায়ী (South Indian Businessman)। তিনি প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদীর এক অনুগামী হিসেবেই পরিচিত। আবর ভক্ত কাশী বিশ্বনাথের (Kashi viswanath)। তিনি প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেনের (Heeraben) ওজনের সমান সোনা কাশী বিশ্বনাথ মন্দিরে দান করেছেন। যার মোট ওজন প্রায় ৬১ কিলোগ্রাম (61 Kg Gold)। যাইহোক কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহের সৌন্দর্য্যায়নের জন্যই তিনি এই সোনা দান করেছেন বলে মন্দিরকর্তৃপক্ষ জানিয়েছেন। 

দক্ষিণ ভারতের ব্যবসায়ী নিজের পরিচয় আড়াল রাখতে চেয়েছেন। কিন্তু তাঁর দেওয়া সোনার মধ্যে থেকে ইতিমধ্যে ৩৭ কিলোগ্রাম সোনা ব্যবহার করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী ৩৭ কিলো সোনা গর্ভগৃহের দেওয়ালে লাগান হয়েছে। দেড় মাস ধরেই গর্ভগৃহের দেওয়ালের সৌন্দর্য্য বৃদ্ধির কাজ চলছে। প্রথমদফার কাজও প্রায় শেষের পথে। প্রায় দেড় মাস আগেই দক্ষিণের ব্যবসায়ী কাশী বিশ্বনাথ মন্দিরে সোনা দান করেছিলেন বলেও মনে করা হচ্ছে। মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর খবর গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ভোট প্রচারের কাজে বারাণসী এসেছিলেন তখনই প্রথম দফার কাজ তিনি খতিয়ে দেখেছিলেন। 

Latest Videos

সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোনার প্লেট দানের বিষয়ে মন্দির কর্তৃপক্ষ বিস্তারিত জানিয়েছিল। তিনি মন্দিরের রীতি অনুযায়ী গোটা আচার মেনেই কাজটি সম্পন্ন করতে রাজি হয়েছিলেন। একটি সূত্রের খবর ১০ জন শ্রমিক ৩০ ঘণ্টার প্রচেষ্টায় গর্ভগৃহে সোনার দেওয়ার তৈরির কাজ শেষ করেছে। 

মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর ব্যবসায়ীর দেওয়া বাকি ২৪ কিলোগ্রাম সোনার ব্যবহার করা হবে গর্ভগৃহে থাকা থাম বা পিলারগুলি সাজাবে। এই কাজও শুরু হয়েছে শিবরাত্রিরের দিন থেকে। অর্থাৎ মঙ্গলবার থেকে দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়েছে।


তবে কাশী বিশ্বনাথ মন্দিরে এই সোনা দানের বিষয়ে মুখে একরকম প্রায় কুলুপ এঁটে রখেছে মন্দির কর্তৃপক্ষ। অন্যদিকে ব্যবসায়ীও তেমন কিছুই বলেননি। তবে এই বিষয়টি প্রচারের আলোয়ে নিয়ে আসার চেষ্টা করছে বিজেপি। বিজেপি সূত্রের খবর, দক্ষিণের ওই ব্যবসায়ী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বিশেষ অনুগামী। তিনি মোদীকে অত্যান্ত শ্রদ্ধা করেন। তাই প্রধানমন্ত্রীর মায়ের ওজনের সমান অর্থাৎ ৬১ কিলো সোনা দান করেছে। হীরাবেন বর্তমানে গুজরাটের গান্ধীনগরে থাকেন। 

মন্দির সূত্রের খবর প্রায় ১৮৭ বছর পরে কাশী বিশ্বনাথ মন্দিরের এই বিপুল পরিমাণে  সোনা দান করা হয়েছে। যা শুধুমাত্র ব্যবহার করা হবে মন্দিরের গর্ভগৃহের সজ্জার জন্য । তবে সোনা দিয়ে গর্ভগৃহের দেওয়াল মুড়ে ফেলার পূর্ব পরিকল্পনা ছিল। যাতে বাধা দিয়েছিল বারাণসী আইটি বিশেষজ্ঞরা।বলা হয়েছিল দেওয়ালগুলি সোনার প্লেট বসানোর উপযুক্ত নয়। 

যাইহোক বর্তমানে কাশী বিশ্বনাথ মন্দির করিডোর নতুন করে তৈরি হয়েছে। যার প্রথম দফার কাজ শেষ হয়েছে। উদ্বোধনও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাকি সংস্কারের কাজও দ্রুত শেষ করার চেষ্টা করেছে যোগী আদিত্যনাথ সরকার।  

Tufanganj Municipality Election Result 2022 Live:কার দখলে যাচ্ছে তুফানগঞ্জ, গণনার কাউন্টডাউন
ইউক্রেনে আরও বড় হামলার পরিকল্পনা, ৬৪ কিলোমিটার লম্বা রুশ সেনার কনভয়ের ছবে সামনে এল
রাশিয়ার ইউক্রেন যুদ্ধ, রুশ সেনার কিয়েভ-খারকিভ হামলার সঙ্গে তুলনা হিটলারের নাৎসি বাহিনীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today