বিজেপি সূত্রের খবর, ষষ্ঠ দফার প্রচারের জন্য রবিবার রাজ্যে দুটি জনসভা রয়েছে। প্রথম সভাটি হবে বাঁকুড়ায় বিজেপিপ্রার্থী সুভাষ সরকারের সমর্থনে।
আবারও রাজ্যে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চম দফা ভোট গ্রহণের দিনেই ষষ্ঠ দফা প্রচারের জন্য রাজ্যে আসছেন তিনি। দুই দিনে ৬টি জনসভা করবেন নরেন্দ্র মোদী। এই নিয়ে ভোট প্রচারে একাধিকবার রাজ্যে আসছেন তিনি।
বিজেপি সূত্রের খবর, ষষ্ঠ দফার প্রচারের জন্য রবিবার রাজ্যে দুটি জনসভা রয়েছে। প্রথম সভাটি হবে বাঁকুড়ায় বিজেপিপ্রার্থী সুভাষ সরকারের সমর্থনে। তারপর সেখান থেকেই মোদী যাবেন বিষ্ণুপুরে। সেখানে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে জনসভা কবেন। এর পরের দিন গোটা দেশের সঙ্গে রাজ্য়েও পঞ্চম দফা নির্বাচন। সেই দিন রাজ্যে আরও চারটি জনসভা করবেন নরেন্দ্র মোদী। সোমবার প্রথম সভা পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে। পরের দুটি সভা তমলুক ও ঘাটালে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও হিরণের সমর্থনে সভা করবেন তিনি। দুটি আসনই বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। তারপরে জনসভা ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুটুর সমর্থনে। সোমবার রাজ্যে সর্বশেষ ও চতুর্থ সভা হবে মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে।
এই ৬টি কেন্দ্রের ভোট গ্রহণ হবে আগামী ২৫ মে। আগামী ২৫ মে রাজ্যে ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এই দফায়েই কাঁথিতে নির্বাচন হবে। সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। কিন্তু আগামী সফরে মোদীর কাঁথিতে সভা করার কোনও পরিকল্পনা নেই বিজেপি সূত্রের খবর মোদী সৌমেন্দু অধিকারীর হয়ে সভা করবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই নিয়ে ভোট প্রচারে ১- বার রাজ্যে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।