মোদীর দৌলতে পিসি-ভাইপোর রাজনীতি জাতীয় স্তরে , অখিলেশকে আক্রমণে 'মমতা' তীর

২০১৯ সালে লোকসভা নির্বাচনেরক সময় বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর সঙ্গের জোট করেছিল সমাজাবাদী পার্টির অখিলেশ যাদব। সেই কথাও এদিন ভোট প্রচারে উল্লেখ করেছেন মোদী।

 

রাজ্যের পিসি-ভাইপো কটাক্ষ এবার জাতীয় রাজনীতিতেও স্থান করে নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে। বৃহস্পতিবার ভোট প্রচারে উত্তর প্রদেশে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে কটাক্ষ করেই প্রশ্ন করেছেন, 'তার নতুন বুয়া কেন উত্তরপ্রদেশের লোকেদের পশ্চিমবঙ্গের বহিরাগত বলে ডাকেন?' অখিলেশ যাদবের নতুন বুয়া বলতে প্রধানমন্ত্রী মোদী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বুঝিয়েছেন। সম্প্রতি মমতা রাজ্যে ভোট প্রচারে আসা বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ করেছেন।

২০১৯ সালে লোকসভা নির্বাচনেরক সময় বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর সঙ্গের জোট করেছিল সমাজাবাদী পার্টির অখিলেশ যাদব। সেই কথাও এদিন ভোট প্রচারে উল্লেখ করেছেন মোদী। বলেন, 'আগের বুয়া (মায়াবতী) সমাজবাদী পার্টির লোকেদের চিহ্নিত করে ছেড়ে দিয়েছেল। তারা এখন বাংলা থেকে বুয়া (মমতা বন্দ্যোপাধ্য়ায়)এনেছে।' গত লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট বেঁধে ভোটে লড়েছিল। বিজেপির কাছে ধরায়াসী হয়েছিল। অখিলেশরা পেয়েছিল মাত্র ৫টি আসন বিএসপি পেয়েছিল ১০টি আসন।

Latest Videos

তবে এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিয়েই অখিলেশ যাদবকে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আমরা সকলেই ভারতীয়। আমরা ভারত মাতার সন্তান। তাহলে কেন তৃণমূল কংগ্রেস উত্তর প্রদেশের লোকেগের গালি দেয়, যারা সেখানে যায়।' তিনি অখিলেশকে গোটা বিষয়টি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসা করতে বলেন। তিনি আরও বলেন, উত্তর প্রদেশের মানুষদের গালিও দেয় আর উত্তর প্রদেশের নির্বাচনে এসে ভোটও চায়।

প্রধানমন্ত্রীর কথায় দুই দলের মধ্যে আদর্শগত জোট নেই। দুটি দলই তুষ্টির রাজনীতি করছে। তিনি তুষ্টি একমাত্র জিনিস যা এসপি আর টিএমসিকে এক করে রেখেছেন। তিনি দুইটি দলকে তুষ্টির ঠিকাদার বলেন। অযোধ্যার রাম মন্দির নিয়ে তিনি কংগ্রেস ও এসপিকে নিশানা করেন। বলেন, বিজেপি আগের শাসকরা উন্নয়নের জন্য কোনো কাজই করেন। সেই সময় অযোধ্যা থেকে বেনারসের রাস্তার অবস্থাও বেহাল ছিল। তিনি বলেন, দুটি দলের জন্যই দীর্ঘদিন রাম লালাকে তাঁবুতে থাকতে হয়েছে। তাতে কষ্ট পেয়েছেন ভগবান শ্রীরাম।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল