বিজেপি সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ নরেন্দ্র মোদী, বললেন দলের কঠিন সময় তিনি কাজ করেছেন

Published : Feb 05, 2022, 01:59 PM IST
বিজেপি সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ নরেন্দ্র মোদী, বললেন দলের কঠিন সময় তিনি কাজ করেছেন

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন শ্রী সি জাঙ্গা রেড্ডি গারু জনসভায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি জনসংঘ ও বিজেপিকে সাফল্যের এক নতুন শিখরে নিয়ে যাওয়ার প্রচেষ্টার এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বহু মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছে। তিনি দলের কর্মকর্তাদেরও সর্বদা অনুপ্রণিত করেছেন। নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুতে শোকাহত বলেও জানিয়েছেন। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) শনিবার বিজেপির সাসংদ সি জাঙ্গা রেড্ডির (BJP MP Janga Reddy) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন ১৯৮৪ সালে লোকসভায় নির্বাচন দুই বিজেপি সাংসদের মধ্যে এক ছিলেন সি জাঙ্গা রেড্ডি। তিনি জনসেবার দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন শ্রী সি জাঙ্গা রেড্ডি গারু জনসভায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি জনসংঘ ও বিজেপিকে সাফল্যের এক নতুন শিখরে নিয়ে যাওয়ার প্রচেষ্টার এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বহু মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছে। তিনি দলের কর্মকর্তাদেরও সর্বদা অনুপ্রণিত করেছেন। নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুতে শোকাহত বলেও জানিয়েছেন। 


৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেড্ডি। মোদী সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বলেছেন, দলের অত্যান্ত কঠিন সময় তিনি বিজেপির হয়ে সওয়াল করতেন। দলের মতাদর্শ প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রয়াত নেতার ছেলেন সঙ্গে কথা বলে তাঁকেও সমবেদনা জানিয়েছেন বলেও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বলেছেন নরেন্দ্র মোদী। 

রেড্ডি অভিভক্ত অন্ধ্র প্রদেশ বিধানসভায় একজন বিধায়ক হিসেবে কাজ করেছেন। কিন্তু ১৯৮৪ সালে হানামকোন্ডা থেকে লোকসভায় ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তারপর রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিলেন বর্ষিয়ান এই নেতা। সেই সময় লোকসভায় বিজেপির মাত্র দুটি আসন ছিল। তারমধ্যে একটির সদস্য ছিলেন রেড্ডি। রেড্ডি একটা সময় কংগ্রেস নেতা পিভি নরসীমা রাওকেও পরাজিত করেছিলেন। ১৯৯১ সালে নরসীমা রাও দেশের প্রধীনমন্ত্রী হয়েছিলেন। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট