স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে টানা দ্বাদশ বার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় সুরক্ষা, অর্থনৈতিক বৃদ্ধি এবং কল্যাণ মডেলের সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন তিনি। কঠোর নিরাপত্তার মধ্যে দেশবাসী তার বার্তার অপেক্ষায়।
স্বাধীনতা দিবসের দিন সকাল সকাল সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে আজ শুক্রবার টানা দ্বাদশ বারের জন্য লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবের তিনি। আজ ভাষণ দেবেন জাতীয় সুরক্ষা, অর্থনৈতিক বৃদ্ধি ও কল্যাণ মডেলের সম্প্রসারণের বিষয় নিয়ে।
25
তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করেন বিশেষ বার্তা। লেখেন, ‘সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই দিনটি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং বিকশিত ভারত নির্মাণের জন্য আরও কঠোর পরিশ্রম চালিয়ে যেতে অনুপ্রাণিত করুক। জয় হিন্দ।’
35
এক আগে লালকেল্লা থেকে পরপর ১১ বার ভাষণ দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তবে, মোট ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী হিসেবে ১৬ টি ভাষণ দিয়েছিলেন। এক সময় জওহরলাল নেহেরু মোট ১৭ বার ভাষণ দিয়েছে। আজ নরেন্দ্র মোদী রাখবেন বক্তৃতা।
এবার স্বাধীনতা দিবস উদযাপনের নিরাপত্তার জন্য প্রযুক্তির ওপর জোর দেওয়া হচ্ছে। মোট ৮০টি টেকনিক্যাল টিম এ কাজে নিয়োজিত হয়েছে। নিরাপত্তা জোরদার করতে লালকেল্লায় ১০টি অ্যান্টি ড্রোন ডিটেকশন সিস্টেম এবং পাঁচটি এয়ার ডিফেন্স গান মোতায়েন আছে। ছয়টি হেলিকপ্টার আকাশ পথে নজরদারি করবে। পাঁচটি মিডিয়াম মেশিনগান-সহ কমান্ডো স্কোয়াড থাকবে।
55
এবছর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার। আজ লালাকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কী বিশেষ বার্তা দেন, তা শোনার অধীর আগ্রহে আছেন দেশবাসীরা। উন্নত ভারত গড়ার লক্ষ্যে তিনি আর কী নতুন পদক্ষেপ নিতে চলেছে, তা জানতে উৎসুক সকলে।