ফের যোগ শেখালেন মোদী, যোগ দিবসের আগেই এল অ্যানিমেশন

  • নরেন্দ্র মোদী মানেই ফিটনেস।
  • অতীতে বিরাট কোহলির মতো ডাকসাইটে খেলোয়াড়ের চ্যালেঞ্জ নিতেও পিছপা হননি তিনি।
  • পঞ্চম যোগ দিবসের প্রাক্কালে ভারতীয়দের যোগ শেখাতে তৎপর হলেন নরেন্দ্র মোদী।
arka deb | Published : Jun 5, 2019 8:24 AM IST

নরেন্দ্র মোদী মানেই ফিটনেস। অতীতে বিরাট কোহলির মতো ডাকসাইটে খেলোয়াড়ের চ্যালেঞ্জ নিতেও পিছপা হননি তিনি। দেশবাসীকে প্রাণায়ম ও যোগের মন্ত্রে দীক্ষিত করতে বারবার সামনে এসেছে তাঁর তৎপরতা। এবারও পঞ্চম যোগ দিবসের প্রাক্কালে ভারতীয়দের যোগ শেখাতে তৎপর হলেন নরেন্দ্র মোদী।

নিজের টুইট্যারে ত্রিকোণাসনের অ্যানিমেশন শেয়ার করলন প্রধানমন্ত্রী। অ্যনিমেশানে দেখা যাচ্ছে ত্রিকোণাসন করছেন মোদীই। 

Latest Videos

টুইটে আসনের কার্যকারিতার কথাও বিস্তারে লিখেছেন মোদী। লিখেছেন, "আগামী ২১ জুন আমরা যোগ দিবস পালন করব।  আমি সকলকে যোগকে জীবনের অংশ বানিয়ে তোলার জন্যে অনুরোধ করি। একে অন্যের অনুপ্রেরণা হয়ে উঠুক সকলে। কারণ জীবনে যোগার গুরুত্ব অপরিহার্য।"
 

প্রসঙ্গত এই প্রথমবার নয়, অতীতেও নিজের ৩ডি অ্যানিমেশনের অবয়ব দিয়ে বিভিন্ন আসনের ছবি পোস্ট করেছেন নরেন্দ্র মোদী।  গত যোগ দিবসের আগে তিনি অনুলোম-বিলোমের উপকারিতা বিষয়ক একটি ভিডিও প্রকাশ করেছিলেন। এবারও পঞ্চম যোগ দিবসের আগে দেশবাসীকে যোগেই মোক্ষলাভের বার্তা দিলেন তিনি।

এই সেই পুরনো টুইটঃ

 


প্রসঙ্গত মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই যোগ দিবস সারা দেশে পালিত হয় ২১ জুন। মোদীর পরামর্শেই এই দিনটিকে যোগ দিবস হিসেবে বেছে নেয় ইউএনজিএ। প্রায় ৩৫ হাজার সাধারণ মানুষের সঙ্গে প্রথম যোগ দিবসে আসন করেছিলেন প্রধানমন্ত্রী। ৩৫ মিনিটে ২১ রকম আসন দেখানো হয়। উপস্থিত ছিলেন ৮৪ দেশের অতিথি অভ্যাগতরা। দ্বিতীয় বছরে যোগ দিবসে প্রধানমন্ত্রী আসনে বসেছিলেন চণ্ডীগড়ে। শেষ বছর যোগ দিবসে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন লক্ষ্ণৌতে। সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ।  এবারের যোগদিবসে প্রধানমন্ত্রী কোথায় থাকবেন এখনও জানা যায়নি। তবে অ্যানিমিশন ভিডিওটি থেকেই পরিষ্কার খুব শিগগির করবেন নিজের এবারের ডেস্টিনেশন করবেন মোদী।

 

 

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট