বয়স বেড়ে যাওয়ায় এবার পদত্যাগ করছেন নরেন্দ্র মোদী! কে এবার হবেন প্রধানমন্ত্রী?
বয়স বেড়ে যাওয়ায় এবার পদত্যাগ করছেন নরেন্দ্র মোদী! কে এবার হবেন প্রধানমন্ত্রী?
Anulekha Kar | Updated : Apr 02 2025, 09:26 AM IST
18
প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে পারেন মোদী! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিতে পারেন এই জনপ্রিয় রাজনৈতিক নেতা।
28
এমনই একটি মন্তব্য করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তবে এই বক্তব্য একেবারেই মানতে নারাজ হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ ।
38
সঞ্জয় রাউত দাবি করেছেন, মোদী রবিবার নাগপুরে আরএসএস (RSS) সদর দফতরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী পদে তাঁর উত্তরসূরি নিয়ে আলোচনা করতে। প্রধানমন্ত্রী হিসাবে রবিবারই মোদী আরএসএস সদর দফতরে যান।
এ প্রসঙ্গে ফড়ণবিশ জানিয়েছেন, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার প্রশ্ন ওঠে না বরং ২০২৯ সালে লোকসভা ভোটেও তিনিই দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে নেতৃত্ব দেবেন।
58
তবে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে মোদীর বয়সবিধি নিয়ে। বয়স ৭৫ পেরলে দল ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা যাবে না বলে কয়েক বছর আগে সিদ্ধান্ত নেয় বিজেপি।
68
সেই বিধি মেনে লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর যোশী, সুমিত্রা মহাজনদের দল ও সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যেতে হয়। চলতি বছরের সেপ্টেম্বরেই ৭৫ ছুঁয়ে ফেলবেন মোদী। তাই এবার কি ওনাকেও ছাড়তে হতে পারে পদ?
78
ফড়ণবিশ সহ অনেক নেতাই অবশ্য দাবি করেছেন, ৭৫ বিধি বলে কিছু নেই। সরে যাওয়ার ব্যাপারে মোদীও এখনও পর্যন্ত স্পষ্ট কোনও আভাস দেননি। তবে গত বছর হরিয়ানা বিধানসভার নির্বাচনের প্রচারে মোদী সেভাবে তৎপর না থাকায়।
88
এখন প্রশ্ন হল, মোদী সরে গেলে কে হতে পারেন দলের প্রধান মুখ? রাজনৈতিক মহলের একাংশের মতে উত্তরসূরি হিসাবে তেমন নেতাকেই বাছতে হবে যিনি মোদীর থেকেও কট্টর হিন্দুত্ববাদী হবেন। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন অমিত শাহ ও যোগী আদিত্যনাথ।