এপ্রিল থেকে বাড়ছে বেতন, অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত ৬,৬০০ টাকা, নিয়মের আওতায় আপনিও

এপ্রিল মাস থেকে সরকারি নিয়মে বদল হওয়ায় বেতন বাড়ছে অনেকের। যাদের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি, তাদের ট্যাক্স দিতে হবে। ফলে আয়কর কম কাটার কারণে সকলের বেতন বাড়বে।
Sayanita Chakraborty | Published : Apr 1, 2025 9:33 AM
110

এপ্রিল মাস থেকে বদল হচ্ছে একাধিক সরকারি নিয়ম। বদল হচ্ছে ব্যাঙ্কেরও বিভিন্ন নিয়ম।

210

এবার প্রকাশ্যে এল বড় খবর। এপ্রিল মাস থেকে বেতন বৃদ্ধি হবে সকলের। আপনার সংস্থার আপনার বেতন না বাড়ালেও আপনি পাবেন অতিরিক্ত টাকা।

410

নতুন নিয়ম অনুসারে, নতুন অর্থবর্ষের দৌলতে এবার থেকে ১২ লক্ষের অধিক বেতন যাদের তাদেরই কেবল দিতে হবে ট্যাক্স।

510

তেমনই ১২ লক্ষ টাকার ওপর স্ট্যান্ডার্ড ডিকাকশন হচ্ছে ৭৫ হাজার। ফলে ১২.৭৫ লক্ষ যাদের আয় তাদের দিতে হচ্ছে না আয়কর।

610

আয়কর না কাটার জন্য প্রতি মাসে আপনার বেতনে ঢুকবে বাড়তি টাকা।

710

৭ থেকে ১২ লক্ষ যাদের আয় তারা প্রতি মাসে ৬,৬০০ টাকা করে বাড়তি পাবেন। তেমনই আয় কর না কাটার জন্য কম-বেশি সকলেরই বেতন বাড়বে।

810

১ এপ্রিল থেকে কম কাটবে TDS। যে কারণে সকলের অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা।

910

সব মিলিয়ে এই নতুন অর্থবর্ষ সকল রাজ্যবাসীর জন্য শুভ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

1010

এপ্রিল মাস থেকেই কার্যকর হবে এই সকল নতুন নিয়মালী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos