আজ বারাণসী সফরে মোদী, অংশ নেবেন রোড শো-তে

Published : May 27, 2019, 09:56 AM IST
আজ বারাণসী সফরে মোদী, অংশ নেবেন রোড শো-তে

সংক্ষিপ্ত

আজ বারাণসী সফরে মোদী অংশ নেবেন রোড শো-তে  আজ সকাল ১০টা নাগাদ কাশি বিশ্বনাথ ধাম দর্শনের কথা রয়েছে তাঁর

সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর আজ বারাণসী সফরে চলেছেন মোদী। সেখানে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রোড শো-তেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। শহরের বিভিন্ন অংশে ইতিমধ্যেই পড়ে গিয়েছে হোর্ডিং। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে অভিষেক হওয়ার আগে, বারাণসীতে রোডশো করে সাধারণ জনগনের উদ্দেশে ভাষণ দেবেন নমো।  

স্থানীয় এক ব্যক্তির কথায়, বারাণসীর মানুষ তাঁকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে পেেয় বারাণসীর মানুষ ধন্য। অন্য আরেকজন-এর কথায়, বারাণসীতে অনেক উন্নয়নমুলক কাজ করেছেন মোদী। তাঁদের আশা, আগামী পাঁচ বছরেও এই উন্নয়নমুলক কাজ জারি থাকবে। কাশি বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য অশোক দিবেদীর কথায়, ভগবান শিব এবং মা গঙ্গার আশীর্বাদ রয়েছে তাঁর ওপর। তাঁর এই জয় প্রত্যাশিতই ছিল। 

আজ সকাল ১০টা নাগাদ কাশি বিশ্বনাথ ধাম দর্শনের কথা রয়েছে তাঁর। বিশ্বনাথ ধামে পুজো দিয়ে রোড শো-তেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। রোড শো-এর পর দীনদয়াল হস্তকলা সংকুলে বিজেপি কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

Jharkhand Train Accident: ঝাড়খণ্ডে চলন্ত ট্রেনের ধাক্কা ট্রাকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Republic Day 2026: কর্তব্যপথে ৩০টি ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে কী থাকবে?