দাঁড়িপাল্লায় একদিকে মোদী, অন্য দিকে ১০০ কেজি পদ্ম, মুহূর্তে ভাইরাল ছবি

মন্ত্রীসভা গঠন হয়ে গিয়েছে
নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ শুরু করেছে দ্বিতীয় গেরুয়া সরকার
গঠিত হয়েছে ক্যাবিনেট কমিটিও

arka deb | Published : Jun 8, 2019 10:44 AM IST / Updated: Jun 08 2019, 05:14 PM IST

মন্ত্রীসভা গঠন হয়ে গিয়েছে।  নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ শুরু করেছে দ্বিতীয় গেরুয়া সরকার। গঠিত হয়েছে ক্যাবিনেট কমিটিও। নানা বিষয়ে বেশ কিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। এবার বিদেশসফর শুরু করছেন নরেন্দ্র মোদী। আসন্ন মলদ্বীপ সফরে যাওয়ার আগে  একবার মন্দির দর্শনে এলেন নরেন্দ্র মোদী। 

কেরলের গুরুভায়ু মন্দিরে দাড়়িপাল্লায় এদিন একদিকে পদ্ম বসিয়ে অন্য দিকে নিজের বসলেন দেশের প্রধানমন্ত্রী। জিতেই কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার তিনি এলেন গুরুভায়ু মন্দিরে। প্রসঙ্গত এই মন্দিরকে খুবই জাগ্রত মনে করেন মোদী। গুজরাটে দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরেও এইখানে এসে দাঁড়িপাল্লায় বসেছিলেন মোদী‌। 

Latest Videos

এদিন মোদীর উল্টোদিকে দাঁড়িপাল্লায় ১০০ কেজি পদ্ম বসানো হয়। মোদী নিজে মন্দিরের তহবিলে চাঁদা দেন। সেখানেও ছিল চমক। চাঁদা হিসেবে প্রদেয় এই টাকাটা মোদী দেন ডিজিটাল পদ্ধতিতে। তারপর মন্দির চত্বরে কিছু ক্ষণ সময়ও কাটান তিনি। পরনে ছিল কেরলের ঐতিহ্যবাহী পোষাক। শনিবারই মলদ্বীপ রওনা হচ্ছেন তিনি। তারপরে শ্রীলঙ্কা যাবেন তিনি।
শনিবারই মলদ্বীপ রওনা হচ্ছেন তিনি। তারপরে শ্রীলঙ্কা যাবেন তিনি। মোদীর মূল উদ্দেশ্য় সামুদ্রিক প্রতিবেশিদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা। প্রসঙ্গত এই দিনই কেরল পৌঁছেছেন রাহুল গান্ধী। কেরলে জেতার পরে এটাই তাঁর প্রথম কেরল সফর।  

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh