উপত্যকায় ৬ বছর পর সরকার গঠন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ ওমর আবদুল্লার

জম্মু ও কাশ্মীরে দীর্ঘদিন পর হওয়া বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। বুধবার উপত্যকায় সরকার গঠনের প্রক্রিয়া শেষ হল।

জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ গ্রহণ করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। উপত্যকায় ৬ বছর পর সরকার গঠন করা হল। ওমরের সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তাঁর দলের নেতা সুরিন্দর সিং চৌধুরী। এবারের বিধানসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবিন্দর রায়নার বিরুদ্ধে নওশেরা কেন্দ্রে জয় পেয়েছেন সুরিন্দর। নতুন সরকারের প্রধান হিসেবে কাশ্মীরের প্রতিনিধিত্ব করছেন ওমর। জম্মুর প্রতিনিধি হিসেবে সরকারে থাকছেন সুরিন্দর। বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে লড়াই করলেও, মন্ত্রিসভায় থাকছে না কংগ্রেস। কারণ হিসেবে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফেরানোর জন্য লড়াই চালিয়ে যাবে কংগ্রেস। কিন্তু তার জন্য মন্ত্রিসভায় যোগ দিতে বাধা কোথায়, সেটা স্পষ্ট নয়। মন্ত্রিত্ব নিয়ে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে কংগ্রেসের মতবিরোধ তৈরি হয়েছে কি না, সে বিষয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

শ্রীনগরে শপথ গ্রহণ অনুষ্ঠান

Latest Videos

বুধবার শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এই অনুষ্ঠানে ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব-সহ বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা।

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী ওমর

বুধবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ওমর। ২০০৯ সালে তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হন। সেবারও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করে ন্যাশনাল কনফারেন্স। বুধবার ওমর ও সুরিন্দর ছাড়াও মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নির্দল বিধায়ক সতীশ শর্মা, ন্যাশনাল কনফারেন্স বিধায়ক সাকিনা ইতু, জাভিদ দার ও জাভিদ রানা। মন্ত্রিসভায় চার পদ শূন্য রইল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জম্মু ও কাশ্মীর নির্বাচনের ফলগণনার দিনই সেনা জওয়ানকে তুলে নিয়ে গেল জঙ্গিরা! চলছে চিরুণি তল্লাশি

Sachin tendulkar: সোশ্যাল মিডিয়ায় জম্মু ও কাশ্মীর সফরের অভিজ্ঞতা শেয়ার সচিনের

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত সঠিক- ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News