ই-সাইন অ্যাপে লগইন করলেই মিলবে যাবতীয় তথ্য, ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে নয়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

Published : Oct 22, 2025, 11:43 AM IST

Election Commission News: ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত নিলো জাতীয় নির্বাচন কমিশন। কী পদক্ষেপ নিলো? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ

এসআইআর এবং দেশজুড়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে রাজনৈতিক তরজার মধ্যে এবার ভোটার তালিকা সংশোধন নিয়ে বড় সিদ্ধান্ত নিলো জাতীয় নির্বাচন কমিশন। ভোটারদের পরিচয়ে স্বচ্ছতা যাচাইয়ের জন্য নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 

25
ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে পদক্ষেপ

জানা গিয়েছে কমিশন সূত্রে খবর, ভোটার তালিকায় নাগরিকদের নামের স্বচ্ছতা বজায় রাখতে ই-সাইন প্রযুক্তি  ব্যবস্থা চালু করল কমিশন। নতুন এই পদ্ধতি দেশজুড়ে কার্যকর হলে অনলাইনে ভুয়ো নাম তোলা বা ভুয়ো আবেদন মুছে ফেলা আরও সহজ হবে। 

35
তথ্য অপব্যবহারের অভিযোগ

গত অগাস্ট  মাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করে বলেছিলেন যে, অনলাইনে ভুয়ো তথ্য ব্যবহার করে প্রকৃৃত ভোটারদের নাম মুছে ফেলার চেষ্টা চলছে। এইরকম  প্রায় ৬ হাজার ভোটারের নাম মুছে ফেলার অভিযোগ তোলেন রাহুল। যা নিয়ে দেশজুড়ে তৈরি হয় বিতর্ক। রাহুলের এই মন্তব্যের পর এবার নতুন করে পদক্ষেপ করল কমিশন। 

45
ই-সাইন ব্যবস্থা কী?

জানা  গিয়েছে, ইসি পোর্টালে এই ই-সাইন অ্যাপে ও পোর্টালে এর ব্যবহার করা যাবে। নতুন ভোটার তালিকায় নাম ওঠানো, রেজিস্ট্রেশন, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে এই ই-সাইন অ্যাপ। 

55
আধার লিঙ্ক জুড়বে

জানা গিয়েছে, নয়া এই ই-সাইন অ্যাপের মাধ্যমে আবেদনকারীরা তাদের মোবাইল নম্বর ও আধার কার্ডের নম্বর ও ব্যবহার করে নিজের পরিচয় যাচাই করতে পারবে। এই অ্যাপ ব্যবহার করেই আধারের  সঙ্গে দেওয়া ফোন নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়েই যাবতীয় কাজ করতে পারবেন আবেদনকারীরা। জানিয়েছে নির্বাচন কমিশন।

Read more Photos on
click me!

Recommended Stories