ট্রাম্পের শুল্ক তরজার মধ্যেই মস্কো সফরে অজিত ডোভাল, রুশ তেল ইস্যুতে কোন পথে ভারত?

Published : Aug 06, 2025, 08:41 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Ajit Doval Moscow Visit: ভারত-আমেরিকা শুল্ক সঙ্ঘাতের আবহে এবার রাশিয়া সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। হঠাৎ কেন মস্কো সফর? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Ajit Doval Moscow Visit: শুল্ক নিয়ে লাগাতার ভারত-মার্কিন দ্বন্ধের মধ্যেই এবার রাশিয়া সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সোমবারই তিনি মস্কো গিয়ে পৌঁছেছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। শুধু অজিত ডোভালই নয়, চলতি মাসের শেষের দিকে রাশিয়া সফরে যেতে পারেন ভারতের বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করও। এমনটাই সূত্র মারফত খবরে জানা গিয়েছে।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের এই মস্কো সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, একদিকে আমেরিকা যখন রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে লাগাতার আপত্তি জানাচ্ছে ভারতের বিরুদ্ধে, সেই আবহে ট্রাম্পের কথায় পাত্তা না দিয়ে অজিত ডোভালের এই কূটনৈতিক সফর ভারত-আমেরিকার সম্পর্ককে আরও জটিল করে তুলবে কীনা সেই বিষয়েও চলছে বিস্তর চর্চা। কারণ, আমেরিকার সৌজন্যে সারা বিশ্বের কাছে নতুন করে প্রকাশ পেয়েছে ভারত-রাশিয়ার বন্ধুত্বের কথা। ফলে ডোভালের এই সফরে ভারতের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক যে আরও জোরদার হচ্ছে সে কথা বলাই বাহুল্য।

অন্যদিকে, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে ট্রাম্পের ক্রমাগত হুঁশিয়ারি যে মোটেও ধোপে টিকছে না, ফের মিলল তার প্রমাণ। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে পুতিনের দেশে সফর করতে পারেন বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করও। এমনটাই সূত্র মারফত খবরে জানা গিয়েছে। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অঝিত ডোভালের এই সফর পূর্ব নির্ধারিত ছিল বলেই জানা গিয়েছে। তবে রাশিয়ার সঙ্গে অস্ত্র-জ্বালানি, প্রযুক্তি সসহ কোন কোন বিষয়ে ডোভালের আলোচনা হতে পারে সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ফের ভারতকে হুমকি দিলো আমেরিকা। ট্রাম্পের অভিযোগ, আমেরিকার কথা না শুনেই ভারত ক্রমাগত রাশিয়া থেকে তেল আমদানি করে যাচ্ছে। ভারতের উপর আগেই ২৫ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় আরও শুল্ক চাপানো হবে। কারণ, ভারতের বাজারে ঢুকে আমেরিকা সেভাবে ব্যবসা করতে পারে না। অথচ ভারত মার্কিন বাজারে প্রচুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখানেই থেমে না থেকে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ''গত তিনবছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। বারবার বলা সত্ত্বেও যুদ্ধ থামানোর নামগন্ধ নেই পুতিনের। আর এই অবস্থায় ভারত রাশিয়া থেকে লাগাতার তেল আমদানি করে যাচ্ছে। ইউক্রেনে মানুষ মরছে আর ভারত রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি করছে। আমেরিকা মোটেও বিষয়টি ভালো চোখে দেখছে না। ভারত যদি তাদের অবস্থান না বদলায় তাহলে ফের ভারতের ওপর আরও শুল্ক বসবে।''

উল্লেখ্য, ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি সহ একাধিক ইস্যুতে বর্তমানে তেতে রয়েছে ভারত-মার্কিন সম্পর্ক। এই আবহে অজিত ডোভালের মস্কো সফর যেমন দ্বিপাক্ষিক স্বার্থে তাৎপর্যপূর্ণ তেমনই জাতীয় নিরাপত্তা নিয়ে রাশিয়ার সঙ্গে কী আলোচনা হতে চলেছে সেই বিষয়ে অবশ্য এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!