এশিয়ানেট নিউজ চ্যানেলের অফিসে হামলার প্রতিবাদ, দোষীদের গ্রেফতারের দাবি NBDA-র

কেরলে এশিয়ানেট নিউজ চ্যানেলে এসএফআই নেতা কর্মীদের হামলা আর তারপরই পুলিশি অভিযানের তীব্র নিন্দা করল নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটল অ্যাসোসিয়েশন। দোষীদের গ্রেফতারেরও দাবি জানিয়েছে সংস্থাটি।

 

কেরলে এশিয়ানেট নিউজ চ্যানেলে এসএফআই নেতা কর্মীদের হামলা আর তারপরই পুলিশি অভিযানের তীব্র নিন্দা করল নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটল অ্যাসোসিয়েশন বা এনবিডিএ (NBDA)। সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে গোটা ঘটনার নিন্দা করা হয়েছে। একই সঙ্গে হামলার ঘটনার তদন্তেরও দাবিও জানান হয়েছে। কোঝিকোড়ে মালায়ালম এশিয়ানেট নিউজ চ্যানেলের অফিসে ঢুকে হামলা চালিয়েছিল সিপিআই(এম)এর ছাত্র সংগঠন এসএফআই। এই ঘটনার একদিন পরেই সংবাদ মাধ্যমের অফিসে হানা দিয়েছিল কেরল পুলিশ।

কেরলে একটি অল্পবয়সী মেয়ের মাদকচক্রে জড়িয়ে পড়া ও যৌন নির্যাতনের ঘটনার প্রতিবেদন প্রকাশ হওয়ার পরেই এসএফআই কর্মীর আক্রমণ ও নিউজ চ্যানেলের অফিসে পুলিশের অভিযানের ঘটনা ঘটে। এনবিডিএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই কাজগুলি কেবল অ-গ্রহণযোগ্য নয়, এই জাতীয় পদক্ষেপ সংবিধানের ১৯(১)(এ) বর্ণিত সংবাদ মাধ্যমের বাক ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

Latest Videos

এনবিডিএ প্রতিবাদ জানিয়ে বলেছে, নিউজ চ্যানেলের অফিসে ঢুকে আক্রমণ করা অথবা অনুসন্ধান করার কোনও সম্ভাব্য যৌক্তিকতা থাকতে পারে না। কারণ এই ধরনের আক্রমণ ও অনুসন্ধানগুলি সংবাদম মাধ্যমের কণ্ঠরোধ করার সামিল। মিডিয়াকে স্তব্ধ করে দিতে চায়। গণমাধ্যমে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য করা হয়, জনগণের কাছে জনস্বার্থের সংবাদ প্রচারের কাজটি গণতন্ত্রের কার্যকারিতার জন্য অপরিহার্য। সেই কারণেই এইটি পুনর্ব্যক্ত করা হয় যে যে কোনও পদক্ষেপ যা গণমাধ্যমকে তাদের দায়িত্ব পালনে বাধা দেয় তা সংবিধান দ্বারা নিশ্চিত করা মৌলিক অধিকারের লঙ্ঘন।

এর পাশাপাশি এনবিডিএ কেরলের মুখ্যমন্ত্রীকে সেই ব্যক্তি ও কর্মকর্তা য়ারা সংবাদ মাধ্যমের কণ্ঠস্বর স্তব্ধ করতে নিউজ চ্যানেলের অফিসে ঢুকে হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। এনবিডিএ-র দাবি কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানই আইনের উর্ধ্বে নয়। তাই দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবেয এনবিডিওর প্রধান অ্যানি জোসেফ এই বিবৃতি জারি করেছেন।

রবিবার সকালে এশিয়ানেট নিউজের কোঝিকোড়ের আঞ্চলিক অফিসে তল্লাশি চালাল কেরল পুলিশ। উল্লেখ্য তার আগের দিন অর্থাৎ শনিবারই এশিয়নেট নিউজের কোচি অফিসে ঢুকে কার্যত তাণ্ডব চালাল প্রায় শখানেক এসএফআই সদস্য। এই ঘটনার পরের দিনই সংবাদ সংস্থার কোঝিকোড়ের আঞ্চলিক অফিসে চল্লাশি চালায় কেরল পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পিভি আনোয়ারের বিধায়কের অভিযোগের ভিত্তিতে কোঝিকোড় ভেল্লাইল পুলিশ অনুসন্ধান করেছে। এশিয়ানেট নিউজের পক্ষ থেকে জানান হয়েছে তারা পুলিশকে পুরোপুরি সহযোগিতা করেছে।

আরও পড়ুনঃ

অনুব্রতর দিল্লি যাত্রার জট কাটল, রাজধানী যাওয়ার নীল নক্সা তৈরি করল সিবিআই আদালত

শনিবারের পর ফের 'আক্রমণের' কেন্দ্রে সংবাদসংস্থা, এশিয়ানেট নিউজের কোঝিকোড়ের অফিসে তল্লাশি কেরলা পুলিশের

From The India Gate: 'সি এম' কে? কেরালায় তুঙ্গে বিতর্ক, কোথায় উধাও টাকা-সোনা?

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury