শুক্রবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছিল। শনিবারও দৈনিক আক্রান্ত ৬০ হাজারের উপরে থাকল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের শিকার ৬১,৫৩৭। এই নিয়ে টানা ৯দিন ভারতের দৈনিক আক্রান্ত প্রতিদিন ৫০ হাজারের উপরে। এর সাথেই দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৮ হাজার ৬১২। ফলে খুব শীঘ্রই ভারতে করোনা রোগীর সংখ্যা ২১ লক্ষ ছাপিয়ে যাবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
তবে এসবের মধ্যে স্বস্তির খবর দেশে করোনা জয়ীর সংখ্যা ১৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। শুক্রবারও কোভিড ১৯-কে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৪৮,৯০১ জন। ফলে দেশে বর্তমানে করোনাকে দয় করে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৪ লক্ষ ২৭ হাজার ৬ জন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ১৯ হাজার ৮৮ জন। ভারতের সুস্থতার হার পৌঁছেছে ৬৭.৬২ শতাংশে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৯৩৩ জনের। ফলে ভারতে কোভিড ১৯ সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২,৫১৮। এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে ৭ আগস্ট দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লক্ষ ৯৮ হাজার ৭৭৮। ফলে দেশে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ কোটি ৩৩ লক্ষ ৮৭ হাজার ১৭১।
দৈনিক সংক্রমণের হারে ইতিমধ্যে আমেরিকা ও ব্রাজিলকে টপকে গিয়েছে ভারত। চলতি মাসে চারদিন (২,৩, ৫,৬ ও ৭) বিশ্বে সর্বাধিক সংক্রমণের সাক্ষী থেকেছে ভারত। এমনকী, ১০ লক্ষ থেকে ২০ লক্ষের গণ্ডি পার করতে সবচেয়ে কম সময় নিয়েছে দেশ। যা পরিস্থিতি তাতে আগস্ট মাসে করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে ভারতে সর্বাধিক হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের নিরিখে বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছে যেতে পারে ভারত।