স্বস্তি দিয়ে দেশে করোনা জয়ীর সংখ্যা ১৪ লক্ষ ছাড়াল, তবে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত ফের ৬০ হাজারের বেশি

  • ক্রমশ আলগা হচ্ছে রাশ
  • দেশে দৈনিক আক্রান্ত  ৬১,৫৩৭
  • মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে
  • তবে সুস্থতার হার পৌঁছেছে ৬৭.৬২ শতাংশে

শুক্রবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছিল। শনিবারও দৈনিক আক্রান্ত ৬০ হাজারের উপরে থাকল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী  গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের শিকার ৬১,৫৩৭। এই নিয়ে টানা ৯দিন ভারতের দৈনিক আক্রান্ত প্রতিদিন ৫০ হাজারের উপরে। এর সাথেই দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৮ হাজার ৬১২। ফলে খুব শীঘ্রই ভারতে করোনা রোগীর সংখ্যা ২১ লক্ষ ছাপিয়ে যাবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

Latest Videos

 

তবে এসবের মধ্যে স্বস্তির খবর দেশে করোনা জয়ীর সংখ্যা ১৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। শুক্রবারও কোভিড ১৯-কে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৪৮,৯০১ জন। ফলে দেশে বর্তমানে করোনাকে দয় করে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৪ লক্ষ ২৭ হাজার ৬ জন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ১৯ হাজার ৮৮ জন। ভারতের সুস্থতার হার পৌঁছেছে ৬৭.৬২ শতাংশে।

আরও পড়ুন: কোঝিকোড়ে শেষ হল উদ্ধার কাজ, দুর্ঘটনাস্থলে কেরলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, সমবেদনা জানাল আমেরিকাও

আরও পড়ুন: দুর্ঘটনার ভয়াবহতার প্রমাণ দিচ্ছে দু’টুকরো হওয়া বিমানের ছবি, জোড়া তদন্ত কমিটি গঠন করল কেন্দ্র

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৯৩৩ জনের। ফলে ভারতে কোভিড ১৯ সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২,৫১৮। এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে ৭ আগস্ট দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লক্ষ ৯৮  হাজার ৭৭৮। ফলে দেশে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ কোটি ৩৩ লক্ষ ৮৭ হাজার ১৭১।

 

দৈনিক সংক্রমণের হারে ইতিমধ্যে আমেরিকা ও ব্রাজিলকে টপকে গিয়েছে ভারত। চলতি মাসে চারদিন (২,৩, ৫,৬ ও ৭) বিশ্বে সর্বাধিক সংক্রমণের সাক্ষী থেকেছে ভারত। এমনকী, ১০ লক্ষ থেকে ২০ লক্ষের গণ্ডি পার করতে সবচেয়ে কম সময় নিয়েছে দেশ। যা পরিস্থিতি তাতে আগস্ট মাসে করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে ভারতে সর্বাধিক হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের নিরিখে বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছে যেতে পারে ভারত।

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ এবার চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের উপর আক্রমণ, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Chinmay Krishna Das-কে দেখা মাত্রই 'জয় শ্রী রাম' ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম কোর্ট চত্বর, দেখুন ভিডিও
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
কলকাতার রাজপথে ফের প্রতিবাদের মশাল মিছিল! প্রভু চিন্ময়ের মুক্তির দাবিতে চললও বিক্ষোভ মিছিল