নবরাত্রিরের প্রথম সূর্যোদয় থেকেই নতুন GST কার্যকর, জাতির উদ্দেশ্যে বললেন মোদী

Published : Sep 21, 2025, 06:00 PM ISTUpdated : Sep 21, 2025, 06:06 PM IST
pm modi (2)

সংক্ষিপ্ত

 PM Modi: দেশবাসীকে নবরাত্রিরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর, সোমবার নবরাত্রিরের প্রথম দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের পণ্য ও পরিষেবা কর বা GST কার্যকর হবে।

দেশবাসীকে নবরাত্রিরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর, সোমবার নবরাত্রিরের প্রথম দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের পণ্য ও পরিষেবা কর বা GST কার্যকর হবে। আগেই ঘোষণা করা হয়েছিল এই দিন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেখানেই মোদী নতুন জিএসটি কার্যকরের কথা বলেন।

রাজ্যগুলিকে বার্তা

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,' বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে ভিবিন্ন বিদেশী পণ্য় জুড়ে গিয়েছে। এর তেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের মেড ইন ইন্ডিয়া পণ্য কিনতে হবে। প্রতিটি বাড়িকে স্বদেশী পণ্যের প্রতীক বানাতে হবে, প্রতিটি দোকানকে স্বদেশী পণ্য়ে সাজাতে হবে'। তিনি দেশবাসীর কাছে গর্বের সঙ্গে স্বদেশী পণ্যের কেনাবেচা করার আহ্বান জানান তিনি। প্রতিটি রাজ্যে স্বদেশী পণ্যের উৎপাদনের গতি আরও বৃদ্ধি করার জন্যও রাজ্য সরকারগুলিকে পরামর্শ দেন তিনি। বিনিয়োগের পরিমর্শ দেন তিনি। মোদী বলেন, 'কেন্দ্র ও রাজ্য একসঙ্গে এগোলে, তবেই আত্ম নির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে।'

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বদেশী পণ্য়ের ব্যবহারের ওপর জোর দেন। তিনি বলেন, 'ভারত যখন উন্নয়নের শিখরে ছিল তখন দেশের অর্থ ব্যবস্থার মূল ভিত্তি ছিল ক্ষুদ্র-মাঝারি-কুটির শিল্প। ভারতে তৈর পণ্যের মান অত্যন্ত ভাল হত। সেই গৌরবময় অধ্য়ায়কে পুনরুদ্ধার করতে হবে।' তিনি আরও বলেন, দেশের আন্দোলন যেমন স্বদেশী মন্ত্রে শক্তি পেয়েছে তেমনই দেশের উন্নতিতে স্বদেশী শক্তি জোগাবে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, নতুন সংস্কারগুলি দেশব্যাপী "জিএসটি বাঁচাত উৎসব"-এর সূচনা করবে, যার ফলে দরিদ্র, মধ্যবিত্ত, কৃষক, ব্যবসায়ী এবং উদ্যোক্তা সকলেই উপকৃত হবেন। মোদী বলেন, 'আগামিকাল থেকে নবরাত্রির উৎসব শুরু হচ্ছে। আমি আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। নবরাত্রির প্রথম দিন থেকেই দেশ আত্মনির্ভর ভারতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।'

এই মাসের শুরুতে জিএসটি কাউন্সিলের ৫৬তম সভায় পণ্য ও পরিষেবা কর কাঠামোর সংস্কার অনুমোদিত হয়েছিল এবং ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে। বর্তমান চার-হার ব্যবস্থা এখন ৫ শতাংশ এবং ১৮ শতাংশের একটি সুবিন্যস্ত দুই-স্ল্যাব ব্যবস্থা দ্বারা প্রতিস্থাপিত হবে। বিলাসবহুল এবং ক্ষতিকারক পণ্যের জন্য একটি পৃথক ৪০ শতাংশ স্ল্যাব বজায় রাখা হয়েছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vande Mataram: জানেন বন্দে মাতরমের কোন একটি শব্দ, যা নিয়ে স্বাধীনতার এত বছর পরেও শেষ হয়নি বিতর্ক!
প্রধানমন্ত্রী মোদীর প্রথম জর্ডান সফর 'ঐতিহাসিক', বললেন ভারতীয় দূত