
১. এইচ-১বি ভিসার ক্ষেত্রে বার্ষিক ফি বৃদ্ধি করে ১,০০,০০০ মার্কিন ডলার করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনকে এই ফি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। যদিও ট্রাম্প সেই অনুরোধে কান দেবেন কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী দুর্বল।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ভারতের প্রধানমন্ত্রী দুর্বল! ট্রাম্পের H1B ভিসা ফি বৃদ্ধিতে মোদীকে তোপ রাহুলের
২. রবিবার চলতি এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করবেন না বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি পাকিস্তানকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ। ভারতীয় দল যাতে ব্যাটিং ও বোলিং ভালোভাবে করতে পারে এবং জয় পায়, সে বিষয়ের উপরেই জোর দিচ্ছেন সূর্যকুমার।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- এশিয়া কাপ ২০২৫: রবিবার পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন সূর্যকুমার?
৩. মহালয়ার ঠিক আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে দিনের ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো চলবে। দৈনিক ট্রিপের সংখ্যা ১৮৬ থেকে বাড়িয়ে ২২৬ করা হচ্ছে। রবিবার মহালয়া উপলক্ষে সকাল সাতটা থেকে বিশেষ পরিষেবা চালু করা হবে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- Kolkata Metro: পুজোর আগেই দারুণ খবর, এবার মেট্রো চলবে ৬ মিনিট অন্তর, এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
৪. শুক্রবার কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট হয়ে গিয়েছিল, ৪০-তম কলকাতা ফুটবল লিগ খেতাব জিততে চলেছে ইস্টবেঙ্গল। শনিবার আইএফএ সচিব অনির্বাণ দত্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলেন, ২০২৪ সালের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং রানার্স ডায়মন্ড হারবার এফসি। সোমবার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ম্যাচে পয়েন্ট পেলেই চলতি মরসুমের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। তার আগেই সুখবর এসে গেল।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- কলকাতা ফুটবল লিগ ২০২৪: হাইকোর্টের রায়ের পর ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা আইএফএ-র
৫. শনিবার মহালয়ার আগের দিন থেকেই দুর্গাপুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষ শুরু হওয়ার আগেই দুর্গাপুজো উদ্বোধন করা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, ‘আজ মমতা সবাইকে বুঝিয়ে দিলেন যে তিনি হিন্দু নন। মমতা ওই ৩০ শতাংশ ভোটের চৌকিদার।’
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- Suvendu Adhikari: ‘আজ প্রমাণ হল উনি হিন্দু নন!’ মমতার পুজো উদ্বোধন নিয়ে বিস্ফোরক শুভেন্দু
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।