দেশজুড়ে চালু হচ্ছে নতুন পেনশন নিয়ম, যেখানে বয়স্ক নাগরিক, বিধবা ও প্রতিবন্ধীরা বিশেষ আর্থিক সুবিধা পাবেন। ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রকল্পে EPRO ও NPS সুবিধাভোগীরা বাদে দরিদ্রসীমার নিচে থাকা মানুষেরা উপকৃত হবেন।
এই পেনশন ব্যবস্থা চালু হচ্ছে সমাজের প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য। যারা সমাজে দরিদ্র্যসীমার নীচে কারা পাবেন এই সুবিধা।
510
অন্যান্য সুবিধা
যাদে EPRO এবং NPS-র মতো অন্যান্য পেনশন প্রকল্পের সুবিধা নেই তারা এই সুবিধা পাবেন। এই নয়া প্রকল্প দ্বারা লক্ষ লক্ষ মানুষ সুবিধা পাবেন।
610
বয়সের সীমা
এক্ষেত্রে আছে বয়সের মানদণ্ড। প্রবীণ নাগরিকের বয়স ৬০ হতে হবে এবং বিধবা মহিলার বয়স ১৮ বছর এবং তার বেশি হতে হবে। তেমনই প্রতিবন্ধী ব্যক্তিকে কর্তৃপক্ষ কর্তৃত অনুমোদিত ৪০ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধী হতে হবে।
710
কী কী বিশেষ ব্যবস্থা-
এবার থেকে সকালের পেনশন বাড়বে।
আধার এবং মোবাইল ওটিপি ব্যবহার করে আবেদন এবং যাচাই করা যাবে।
ট্র্যাকিংয়ের জন্য একটি নতুন ডিজিটাল পেনশন পোর্টাল চালু হয়েছে।
810
বাড়তি সুবিধা-
তেমনই ৭ তারিখের মধ্যে পেনশন ঢুকবে। ৮০ বছরের বেশি বয়সীদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা মিলবে। ট্রান্সজেন্ডাররা বিশেষ সুবিধা পাবেন।
910
ডিজিটাল পেনশন
১৫ এপ্রিল চালু হচ্ছে সরকারি ডিজিটাল পেনশন। আপনার আধার নম্বর ও মোবাইলে আসা ওটিপি দ্বারা অনলাইনে রেজিস্টার করুন।
1010
আবেদন পদ্ধতি
এই পেনশনের জন্য আবেদন করতে বলে আপনার গ্রাম পঞ্চায়েত বা নগর স্থানীয় সংস্থা অফিসে যোগাযোগে করুন। অনলাইনে আবেদন করতে পারবেন।