Published : Mar 17, 2025, 11:10 PM ISTUpdated : Mar 18, 2025, 07:03 PM IST
Ration Card Update: কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আগামী দিন ২০২৮ সাল পর্যন্ত দেশের মানুষকে এই সুবিধে দেওয়া হবে। তবে ৩১ মার্চের মধ্যেই করতে হবে এই কাজ।
কয়েক দিন আগেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর প্রক্রিয়া শেষ হয়েছে।
510
৩১ মার্চ সময়সীমা শেষ
কিন্তু যারা এখনও করেনি তাদের আগামী ৩১ মার্চের মধ্যেই আধার ও রেশন কার্ডের লিঙ্ক করতে হবে।
610
লিঙ্কের কারণ
এবার থেকে গ্যাসের মত রেশেনের ভর্তুকির টাকাও গ্রাহকগের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া শুরু করেতে পারে কেন্দ্র। আর সেই কারণেই রেশন কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করাতে বলা হয়েছে।
710
সুবিধে
লিঙ্ক করা থাকলে রাজ্য সরকারের তরফে KYC করার সঙ্গে সঙ্গেই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব তথ্য পেয়ে যাবে কেন্দ্র। তাতে টাকা দিতে সুবিধে হবে।
810
রেশন দেওয়ার পদ্ধতি
কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে রেশন দেয়। আর রাজ্য সরকার খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রেশন দেয়।
910
ডিলার
এতদিন ডিলারের মাধ্যমেই রেশন বিলি করা হত। কিন্তু এবার ডিলার প্রথা তুলে দিতে চাইছে কেন্দ্র।
1010
ডিলারদের অসন্তোষ
তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ডিলাররা। তারা আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে।