নতুন নিয়ম অনুসারে, কোনও পেমেন্ট হয়েছে কি না, তা নিশ্চিত করতে দিনে মাত্র ৩ বার ট্রানজাকশন স্টেটাস চেক করতে পারবেন। তাও ৯০ সেকেন্ডের ব্যবধানে। সারাদিন সর্বাধিক ৫০ বার ইউপিআই ব্যালেন্স চেক করা যাবে। তবে, এবার থেকে টাকা আদান প্রদান করলেই ফোনে আসবে নোটিফিকেশন। চালু হচ্ছে এমনই নিয়ম।