সোমবার ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ফলে রাজ্যের চ্যালেঞ্জ করা মামলায় সোমবার স্থগিতাদেশের নির্দেশ দিলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবাইয়ের ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, OBC সংক্রান্ত মামলায় সব বিজ্ঞপ্তির উপর আগেই স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যা নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। সোমবার রাজ্যের করা সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত।
26
OBC মামলা নিয়ে কী বলেছিল কলকাতা হাইকোর্ট?
সূত্রের খবর, অনগ্রসর শ্রেণি অর্থাৎ ওবিসি মামলা নিয়ে আগেই কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল। যারফলে আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ৫ অগাস্ট ধার্য করা হয়। এখন দেখার OBC মামলা নিয়ে সেইদিন কী চূড়ান্ত সিদ্ধান্ত জানায় আদালত।
36
প্রশ্নের মুখে পড়ুয়াদের কলেজে ভর্তির প্রক্রিয়া
হাইকোর্টের এই নির্দেশের ফলে কলেজে ভর্তির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয় পড়ুয়াদের মনে। যদিও কলকাতা হাইকোর্টের তরফে আগেই জানানো হয়েছিল যে, এই নির্দেশিকা পড়ুয়াদের জন্য কোনও সমস্যা তৈরি করবে না। তারপরও আদালতের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সোমবার রাজ্যের করা মামলার শুনানি হয় শীর্ষ আদালতে।
এদিকে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের সিদ্ধান্ত নিয়ে সোমবার প্রশ্ন তুলল প্রধান বিচারপতি বি আর গবইয়ের ডিভিশন বেঞ্চ। আদালতের দাবি, কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশের মতো সিদ্ধান্ত কীভাবে নিলো! কোন যুক্তিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিলো তা নিয়েও প্রশ্ন উঠেছে।
56
শীর্ষ আদালতের দাবি ওবিসি মামলা নিয়ে
ওবিসি মামলা নিয়ে সোমবার সুপ্রিম কোর্ট জানায় যে, সংরক্ষণের জন্য প্রশাসনের নির্দেশ বা কার্যনির্বাহীই যথেষ্ঠ। এর জন্য আলাদা করে আইন তৈরি করার দরকার পড়ে না। শুধু তাই নয়, এই বিচারপতি অতীতের মামলার একটি রায়ের কথাও উল্লেখ করেছেন তিনি।
66
হাইকোর্টের নির্দেশ বিতর্কিত?
এই বিষয়ে অবশ্য সুপ্রিম কোর্টের বিচারপতি সওয়ালে জানায় যে, প্রাথমিক ভাবে হাইকোর্টের নির্দেশে কিছুটা ভুল বা ত্রুটিযুক্ত রয়েছে। এমনকি বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু বিষয় অবলম্বন করা হয়েছে সেটা সঠিক নাও হতে পারে। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর এদিন ফের অন্তর্বর্তী স্থগিতাদেশের কথা ঘোষণা করেছে শীর্ষ আদালত।