প্রত্যেকটি মানুষ জীবনে পরিবারকে নিয়ে থাকার মতো একটি বাড়ি তৈরির স্বপ্ন দেখেন। এই প্বপ্ন অনেকের পূরণ হয় অনেকের স্বপ্নই থেকে যায়।
মধ্যবিত্তদের অনেকেরই সারাজীবনের জমানো পুঁজি দিয়ে বাড়ি তৈরির কথা ভাবেন, কিন্তু কখনোই তা পূরণ করতে পারেন না।
এবার সেই সমস্ত স্তরের মানুষদের স্বপ্নের বাড়ি তৈরি করতে সাহায্য করবে মোদী সরকার।
মুদ্রাস্ফিতীর এই বাজারে মধ্যবিত্তের যাদের কাছে বর্তমানে বাড়ি তৈরি স্বপ্ন হয়েই থেকে যাচ্ছে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র।
বাড়ি তৈরির জন্য প্রধানমন্ত্রীর আবাস যোজনায় এই প্রকল্পে সম্প্রতি এক বিরাট বড় আপডেট এসেছে।
এই প্রকল্পকে বর্তমানে দুভাগে ভাগ করা হয়েছে একটি হল আবাস যোজনা গ্রামীণ প্রকল্প আবাস যোজনা নগর প্রকল্প।
এই প্রকল্পে আবাস যোজনা নগর প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তর প্রদেশে।
যেখানে ৭৫ টি জেলার মধ্যবিত্ত পরিবারগুলি ইতিমধ্যেই ১ লক্ষ বাড়ি তৈরির অুমোদন পেয়েছে।
এই প্রকল্পের আওয়ার উত্তরপ্রদেশে ১ লক্ষ বাড়ি তৈরি করতে প্রায় ২.৩০ লক্ষ কোটি টাকা ব্যায় করবে কেন্দ্রীয় সরকার।
এই আবাস যোজনায় মধ্যবিত্ত পরিবারগুলোকে তিন ভাগে আয়ের নিরিখে ভাগ করেছে সরকার। এর নিরিখেই হবে বাড়ি তৈরির কাজ
১) যাদের আয় তিন লক্ষ টাকার কম
২) যাদের আয় ছয় লক্ষ টাকার কম
৩) যাদের আয় নয় লক্ষ টাকার কম
Deblina Dey