১ এপ্রিল থেকে আর মিলবে না রেশন, নয়া বিজ্ঞপ্তি জারি রেশন কার্ড নিয়ে, জেনে নিন কারা বঞ্চিত হবেন সুবিধা থেকে

রেশন কার্ড নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি। ১ এপ্রিল থেকে রেশন বিতরণে আসছে পরিবর্তন। আধার লিঙ্ক না থাকলে এবং ৬ মাস রেশন না তুললে কার্ড বাতিল হতে পারে।
Sayanita Chakraborty | Published : Mar 18, 2025 9:43 AM
110

নয়া বিজ্ঞপ্তি জারি হল রেশন কার্ড নিয়ে। এবার থেকে বদল হচ্ছে নিয়ম।

210

নতুন নিয়মে দেওয়া হবে রেশন। ১ এপ্রিল থেকে জারি হচ্ছে এই নিয়ম।

310

করোনার পর থেকে ১০০০ কোটি দেশবাসীর কাছে পৌঁছে গিয়েছে রেশন ব্যবস্থা।

410

এবার থেকে রেশন নিতে গেলে সরকারের নয়া নিয়ম মানতে হবে তা না হলে আর মিলবে না রেশন।

510

আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিন দ্রুত।

610

আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা না থাকলে বাতিল হয়ে যাবে রেশন কার্ড।

710

আধার ও রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই দ্রুত এই কাজ করিয়ে নিন।

810

তেমনই যে সকল গ্রাহক ছ মাস ধরে রেশনর খাদ্যসামগ্রী তুলবেন না তাঁদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

910

আধার লিঙ্ক করা থাকলে রাজ্য সরকারের তরফে KYC করার সঙ্গে সঙ্গেই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব তথ্য পেয়ে যাবে কেন্দ্র। তাতে টাকা দিতে সুবিধে হবে।

1010

কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে রেশন দেয়। আর রাজ্য সরকার খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রেশন দেয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos