দেড় বছর পরে পুলওয়ামা হামলার চার্জশিট দিল এনআইএ, নাম রয়েছে মাসুদ আজহার সহ ১৯ জঙ্গি নেতার

  • অবশেষে পুলওয়ামা হামলার চার্জশিট পেশ
  • জম্মুর এনআইএ আদালতে জমা পড়ল চার্জশিট
  • ১৩,৫০০ পাতার চার্জশিটে নাম রয়েছে পাকিস্তানেরও
  • চার্জশিটে মাসুদ আজহার-সহ ১৯ জঙ্গি নেতার নাম

২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আইইডি বিস্ফোরণে ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। সেই হামলার ঘটনায় মঙ্গলবার চার্জিশট দিল এনআইএ। জম্মু এনআইএ আদালতে জমা করা হয় চার্জিশট।

মামলার দায়িত্বভার গ্রহণের ১৮ মাস পর পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলায় চার্জশিট দাখিল করল জাতীয় তদন্তকারী এজেন্সি (এনআইএ)। চার্জশিটে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার-সহ  ১৯ জন জঙ্গি নেতার  নাম রয়েছে। যারা  গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলার ছক কষেছিল। এছাড়াও ১৩,৫০০ পাতার চার্জশিটে পাকিস্তানের নামও উল্লেখ করেছে এনআইএ। পুলওয়ামা হামলায় ব্যবহৃত হওয়া আরডিএক্স পাকিস্তান থেকেই এসেছিল সেই প্রমাণ জাতীয় তদন্তকারী সংস্থা পেশ করেছে। সেই সঙ্গে পাক জঙ্গিদের অনুপ্রবেশের প্রমাণও পেশ করেছে এনআইএ। 

Latest Videos

 

 

মাসুদ আজহার ছাড়াও জইশ প্রধানের ভাই আবদুল রউফ আসগার ও আম্মার আলভি এবং  ভাইপো উমর ফারুকের নামও রয়েছে এনআইএর দাখিল করা চার্জশিটে। ফারুক আবার  ইব্রাহিম আথারের ছেলে। এই ইব্রাহিমই ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি-৮১৪ বিমান অপহরণে অভিযুক্ত।

এনআইএ সূত্রের খবর, গোটা হামলার মূল ষড়যন্ত্রী উমর ফারুক ২০১৮ সালের এপ্রিলে ভারতে প্রবেশ করে৷ সেই-ই আইইডি জড়ো করে৷ ২০২০ সালের ২৯ মার্চ ফারুকের মৃত্যু হয় কাশ্মীরে একটি এনকাউন্টারে৷ আইইডি বিশেষজ্ঞ জঙ্গি কামরানেরও মৃত্যু হয় ওই এনকাউন্টারে৷

 

 

এনআইএ আধিকারিকরা জানাচ্ছেন, চার্জশিটে এমন সব প্রমাণ আছে, তা থেকে পুলওয়ামা হামলায় পাকিস্তানের ভূমিকা একেবারে স্পষ্ট। তা খণ্ডন করার কোনও অবকাশই মিলবে না ইসলামাবাদের। হামলার ঘটনায় জইশ নেতৃত্ব ও ধৃত অভিযুক্তের ভূমিকা তুলে ধরা হয়েছে। রয়েছে জঙ্গিদের কথোপকথন, ফোনের বিস্তারিত তথ্য। এই হামলায় জড়িত সন্দেহে জুলাইয়ে গ্রেফতার হয় বিলাল আহমেদ নামে জম্মু-কাশ্মীরের কাকাপোরা এলাকার এক বাসিন্দা।

এনআইএ সূত্রে জানা গিয়েছে তদন্তে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট, ছবি, ভিডিও অভিযুক্তদের মোবাইল থেকে পেয়েছেন আধিকারিকরা। সেগুলিও চার্জশিটের সঙ্গে দেওয়া হয়েছে। সেইগুলিও আদালতে পেশ করা হচ্ছে। 

এনআইএর চার্জশিটে থাকা ১৯ জনের নামের তালিকা -

১) মাসুদ আজহার আলভি, ৫২ বছর, পাকিস্তানি নাগরিক

২) রউফ সাগর আলভি, ৪৭ বছর, পাকিস্তানি নাগরিক 

৩) আম্মার আলভি, ৪৬ বছর, পাকিস্তানি নাগরিক

৪) শাকির বশির, ২৪ বছর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কাকাপোরার বাসিন্দা

৫) ইনশা জান, ২২ বছর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কাকাপোরার বাসিন্দা

৬) পীর তারিক আহমেদ শাহ, ৫৩ বছর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কাকাপোরার বাসিন্দা

৭) ওয়াইজ-উল-ইসলাম, ২০ বছর, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা

৮) মহম্মদ আব্বাস রাথের, ৩১ বছর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কাকাপোরার বাসিন্দা

৯) বিলাল আহমেদ কুছেরি, ২৮ বছর, বছর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার লালহারের হাজিবলের বাসিন্দা

১০) মহম্মদ ইকবাল রাথের, ২৫ বছর, জম্মু ও কাশ্মীরের বদগামের ছারে-ই-শরিফের বাসিন্দা

১১) মহম্মদ ইসমাইস, ২৫ বছর, পাকিস্তানি নাগরিক

১২) সমীর আহমেদ দার, ২২ বছর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কাকাপোরার বাসিন্দা

১৩) আশাক আহমেদ নেঙ্গরু, ৩৩ বছর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার রাজপুরার বাসিন্দা

১৪) আদিল আহমেদ দার, ২১ বছর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কাকাপোরার বাসিন্দা (খতম)

১৫) মুহম্মদ উমর ফারুক, ২৪ বছর, পাকিস্তানের নাগরিক (খতম)
১৬) মহম্মদ কামরান আলি, ২৫ বছর, পাকিস্তানের নাগরিক (খতম)

১৭) সাজ্জাদ আহমেদ, ১৯ বছর, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের বিজবেহেরার বাসিন্দা (খতম)

১৮) মুদাসির আহমেদ খান, ২৪ বছর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরার বাসিন্দা (খতম)

১৯) কারি ইয়াসির, পাকিস্তানের নাগরিক (খতম)
 

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল