একাদশীতে তীর্থক্ষেত্রে পুজো দিতে হুড়োহুড়ি, অন্ধ্রপ্রদেশের কাসিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্ট ৯

Published : Nov 01, 2025, 01:39 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Andhra Pradesh Temple Stampede: ফের তীর্থক্ষেত্রে পদপৃষ্টের ঘটনা। একাদশীতে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপৃষ্ট হয়ে নিহত অন্তত ৯ জন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Andhra Pradesh Temple Stampede: ভক্তদের হুড়োহুড়িতে ফের ধর্মস্থানে ঘটল মর্মান্তিক পদপৃষ্টের ঘটনা। শনিবার অন্ধ্রপ্রদেশের কাসিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় জখমের সংখ্যাও প্রচুর। তবে এখনও পর্যন্ত সঠিক কারণ জানা যায়নি। সূত্রের খবর, শনিবার পুজো দেওয়ার সময় ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীকাকুলামের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। পদদলিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ৯ জন। এদিকে তীর্থস্থানে পূর্ণ্যার্থীদের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন.চন্দ্রবাবু নাইডু।

 

 

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এই ঘটনাটিকে “অত্যন্ত মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন এবং দ্রুত সরকারি সহায়তার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, “এই দুঃখজনক ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।”

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। নাইডু বলেন, “আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের গোটা পরিস্থিতি তদারকি করার অনুরোধ করেছি।”

 

শুধু তাই নয়, রাজ্যের শিক্ষা ও আইটি মন্ত্রী নারা লোকেশ ঘটনাটিকে “চরম মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন। এক্স-এ তিনি লিখেছেন, “কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে একাদশীর দিনে ঘটে যাওয়া পদপৃষ্টের ঘটনায় বহু ভক্তের মৃত্যু গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

লোকেশ জানান, ঘটনাটি জানার পরপরই তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, “আমাদের সরকার আহতদের সর্বোত্তম চিকিৎসা প্রদান করছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি প্রশাসন, জেলা মন্ত্রী আচ্চান্নাইডু এবং স্থানীয় বিধায়ক গৌথু সিরিশার সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীদের পরিবারের জন্য অবিলম্বে সাহায্য পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
রাহুলে বিরক্ত মোদী! খাড়্গেকে টপকে শশী থারুরকে আমন্ত্রণ, রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে মোদী-পুতিন