নিজে সময় কাটাতে না চাইলে অন্য মহিলাকে পাঠাতে হবে, নার্সকে আপত্তিকর প্রস্তাব চিকিৎসকের

Published : Oct 31, 2025, 10:44 PM ISTUpdated : Oct 31, 2025, 10:57 PM IST
doctor

সংক্ষিপ্ত

Uttar Pradesh News: উত্তরপ্রদেশের সুলতানপুরে (Sultanpur) এক নার্সের সঙ্গে এক চিকিৎসক যে আচরণ করেছেন, তাতে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।

DID YOU KNOW ?
কুপ্রস্তাবে বদলি চিকিৎসক
উত্তরপ্রদেশের সুলতানপুরে এক নার্সকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগের ভিত্তিতে চিকিৎসককে বদলি করে দেওয়া হয়েছে।

Sultanpur Doctor Case: তাঁর সঙ্গে সময় কাটাতে হবে, বেড়াতে যেতে হবে, শপিংয়ে যেতে হবে, অন্তরঙ্গ সময় কাটাতে হবে, ঘনিষ্ঠতা গড়ে তুলতে হবে। এক নার্সকে এমনই প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরের এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই নার্সের আরও অভিযোগ, তিনি চিকিৎসকের এই আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় চিকিৎসক বলেন, অন্য এক মহিলাকে জোগাড় করে এনে দিতে হবে। এর জন্য টাকা দেওয়ার প্রস্তাবও দেন ওই চিকিৎসক। লামভুয়া (Lambhua) স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ওই চিকিৎসক এই স্বাস্থ্যকেন্দ্রের সুপার ছিলেন। সেই সময়ই তিনি এই কাণ্ড ঘটান। তাঁর বিরুদ্ধে সিএমও ভরত ভূষণের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন সিএমও। তিনি এক তদন্তকারী দল গঠন করেছেন।

অভিযোগ পেয়েই চিকিৎসককে বদলি

এই চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠার পরেই তাঁকে লামভুয়া থেকে কাদিপুরে (Kadipur) বদলি করে দেওয়া হয়েছে। অবশ্য শুধু নার্সকে আপত্তিকর প্রস্তাব দেওয়াই নয়, চিকিৎসার গাফিলতিতে লামভুয়া স্বাস্থ্যকেন্দ্রে এক রোগীর মৃত্যুর অভিযোগও উঠেছে। মৃতার পরিবারের দাবি, চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেননি। এই কারণেই সুপারকে বদলি করে দেওয়া হয়েছে। নার্সকে আপত্তিকর প্রস্তাব দেওয়া প্রসঙ্গে সিএমও জানিয়েছেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। দু'পক্ষেরই বয়ান নেওয়ার জন্য তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

কল রেকর্ডের ভিত্তিতে অভিযোগ দায়ের নার্সের

চিকিৎসকের সঙ্গে ফোনে ২০ মিনিটের কথোপকথনের ভিত্তিতে অভিযোগ দায়ের করেছেন নার্স। এই কল রেকর্ডে চিকিৎসককে বারবার আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যাচ্ছে। নার্স সেই প্রস্তাবে রাজি না হলেও, তাঁকে জোর করছিলেন চিকিৎসক। শেষে কিছুতেই ওই নার্সকে রাজি করাতে না পেরে অন্য মহিলার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার দাবি জানান চিকিৎসক। অনেকেই তাঁর এই আচরণের নিন্দা করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০
চিকিৎসক-নার্সের ২০ মিনিটের কথোপকথন ভাইরাল।
নার্সকে চিকিৎসকের আপত্তিকর প্রস্তাবের কল রেকর্ড ভাইরাল। অভিযোগ দায়ের করেছেন নার্স।
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল