বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ। ১০তম বার মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিতে চলেছেন এনডিএ দলের নেতা তথা নীতীশ কুমার। বুধবারই নীতীশকে এনডিএ দলের নেতা হিসেবে বেছে নিয়েছে দল। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার। রাজধানী পাটনার গান্ধী ময়দানে আয়োজন করা হয়েছে এই শপথগ্রহণ অনুষ্ঠানের।
25
নীতীশের মন্ত্রিসভায় আর কারা থাকবেন?
সূত্রের খবর, নীতীশের সঙ্গে আজ মন্ত্রী পদে একই সঙ্গে শপথ নেবেন আরও ২২ জন। তবে তারা কারা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে বুধবারই নীতিশ কুমার বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদের কাছে গিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানান। ফলে আগেই ভেঙে দেওয়া হয় পুরনো মন্ত্রিসভা। ফলে আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানান তিনি। যদিও কোন দলের কতজন মন্ত্রী আজ শপথ নিতে চলেছেন সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
35
নীতীশেই ভরসা
বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ দল সহ প্রধান বিরোধী শিবিরের অন্দরে গুনঞ্জন শোনা গিয়েছিল যে- বার্ধক্যজনিত অসুস্থতায় হয়তো নীতীশ কুমার আর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন না। সরে দাঁড়াবেন রাজনীতি থেকে। তবে বিহারে ভোট শুরুর প্রথম থেকেই নীতিশ কুমারকে সামনে রেখে প্রচার চালাচ্ছিল এনডিএ শিবির। এমনকি সেই সময় দলের তরফে অন্য কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নামও প্রকাশ্যে আনা হয়নি। ফলে তারা যে আগে থেকেই নীতীশেই ভরসা রেখেছিলেন সেকথা কার্যত স্পষ্ট। কারণ, নীতিশ জমানায় বিহারের উন্নতি যেভাবে হয়েছে তাতে এনডিএ শিবির মুখে কুলুপ আঁটলেও জেডিইউ-এর তরফে নীতিশেই ভরসা রাখা হয়েছিল।
বিহারের রাজনীতিতে মাঝের কয়েক মাস বাদ দিলে ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত একটানা পাটনার কুর্সিতে নীতীশ কুমারই বসেছেন। ২০ বছরে বহু রাজনৈতিক অদলবদল ঘটেছে। একাধিক বার জোট বদলে ভিন্ন ভিন্ন দল বা জোটের হাত ধরেছেন নীতীশ কুমার। তবে বৃহস্পতিবার তিনিই ফের ১০তম বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন। কারণ, বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তার দল। যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১২২ টি আসন। সেখানে নীতিশের দল পেয়েছে ২০২টি আসন। ফলে স্বাভাবিক ভাবেই নির্বাচনে বিজেপির সঙ্গে কার্যত পাল্লা দিয়ে আসন বাড়িয়েছে নীতীশের দল জেডিইউ।
55
বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল
বিহারে এবারের বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Elections 2025) চমকপ্রদ ফল করেছে লোক জনশক্তি পার্টি (রামবিলাস) (Lok Janshakti Party (Ram Vilas))। ফলে মন্ত্রিসভায় এই দলের বেশ কয়েকজন বিধায়ক জায়গা পেতে পারেন বলে জল্পনা চলেছে। বুধবার এনডিএ পরিষদীয় দলের বৈঠকে যোগ দেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর প্রধান চিরাগ পাসোয়ান (Chirag Paswan)। তিনি নীতীশকে এনডিএ পরিষদীয় দলের নেতা হিসেবে সমর্থন করেন।