বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু, সেতুর উপর হঠাৎ চলে এল ট্রেন, তারপর? দেখুন ভিডিও

বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুত্যুর মুখোমুখি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বিজয়ওয়াড়ায় একটি সেতুর উপর দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার সময় হঠাৎ চলে আসে ট্রেন।

বিজয়ওয়াড়ায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে নিজেই বিপদের মুখে পড়লেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবার তিনি সরকারি আধিকারিকদের সঙ্গে বিজয়ওয়াড়ায় বন্যা পরিস্থিতি দেখতে যান। সেখানে গিয়ে তাঁরা একটি ছোট সেতুর উপর উঠে পরিস্থিতি খতিয়ে দেখছিলেন। হঠাৎ সেই সেতুর উপর চলে আসে যাত্রীবাহী ট্রেন। ছোট সেতুর উপর খুব বেশি জায়গা নেই। চন্দ্রবাবুর সঙ্গে বেশ কয়েকজন ছিলেন। ফলে বড় বিপদের আশঙ্কা তৈরি হয়। চন্দ্রবাবু ও তাঁর সঙ্গীরা একপাশে সরে দাঁড়ান। তাঁদের একদম কাছ দিয়েই চলে যায় ট্রেন। সেই ট্রেনের যাত্রীদের অনেকেই চন্দ্রবাবুকে দেখতে পেয়ে তাঁর উদ্দেশ্যে হাত নাড়ান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। চন্দ্রবাবু অল্পের জন্য দুর্ঘটনা এড়াতে পেরে স্বস্তিতে। তাঁর দলের নেতা-কর্মীরাও হাঁফ ছেড়ে বাঁচেন।

বন্যায় বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ

Latest Videos

ভয়াবহ বন্যার ফলে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় পরিস্থিতির অবনতি হয়েছে। এখনও পর্যন্ত বন্যার ফলে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। বন্যার ফলে বিজয়ওয়াড়ার পরিস্থিতিও ভয়াবহ। নদীর জলস্তর বৃদ্ধির ফলে নিচু অঞ্চলগুলি প্লাবিত হয়েছে। এই কারণে নতুন করে ৪০ হাজারের বেশি মানুষকে ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিজয়ওয়াড়া-সহ এনটিআর জেলার অবস্থা সবচেয়ে খারাপ। বন্যার ফলে এনটিআর জেলায় ২৪ জনের মৃত্যু হয়েছে। গুন্টুর জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। পালনাড়ু জেলায় একজনের মৃত্যু হয়েছে। একটানা বৃষ্টি ও বন্যার ফলে অন্ধ্রপ্রদেশের ২.৩৫ লক্ষ কৃষক ক্ষতির মুখে পড়েছেন।

 

 

ত্রাণ তহবিলে সাহায্য অন্ধ্রের উপমুখ্যমন্ত্রীর

বন্যাত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। ৪০০ পঞ্চায়েত এক লক্ষ টাকা করে পাবে। অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী বলেছেন, ‘এই অর্থ যাতে পঞ্চায়েতগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়, তা আমি নিশ্চিত করব। এই অর্থ বন্যাত্রাণে ব্যবহার করা হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভোটের পর একলাফে কয়েকগুণ সম্পত্তির বৃদ্ধি, প্রায় ৮৫০ কোটি টাকার মালিক চন্দ্রবাবু নাইডু?

Lok Sabha Election Result 2024: প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ উভয়েই ফোন চন্দ্রবাবু নাইডুকে

প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সভায় পদপিষ্ট হওয়ার ঘটনা; সাতজন নিহত, আটজন আহত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia